শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৪:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কাজ করতে গিয়ে বাড়িতে ফিরলো শ্রমিকের লাশ!। কালের খবর কুষ্টিয়ায় পানি সংকটে খাদ্য উৎপাদনে বিপর্যয়ের শঙ্কা। কালের খবর ডেমরায় ৬৭ নং ওয়ার্ডের মেহনতি মানুষের মাঝে খাবার পানি, স্যালাইন বিতরণ করেন জননেতা তৌফিকুর রহমান শাওন। কালের খবর যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা। কালের খবর সাতক্ষীরায় মহান মে দিবস উপলক্ষে র‍্যালী। কালের খবর সাতক্ষীরার আলীপুরে বিএনপির বহিস্কৃত নেতা আব্দুর রউফ বিজয়ী। কালের খবর উপজেলা নির্বাচনে রায়পুরা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দুলুর প্রার্থীতা ঘোষণা। কালের খবর কক্সবাজারে স্পা’র আড়ালে অনৈতিক কর্মকাণ্ড। কালের খবর ডেমরায় পরিবহনে চাঁদা আদায়, গ্রেফতার ৩ চাঁদাবাজ। কালের খবর রেলের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানান যাত্রী কল্যাণ সমিতি। কালের খবর
মুক্ত খালেদা জিয়াকে নিয়েই নির্বাচনে যাব : ড. মোশাররফ। কালের খবর

মুক্ত খালেদা জিয়াকে নিয়েই নির্বাচনে যাব : ড. মোশাররফ। কালের খবর

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি, কালের খবর :
বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত এবং নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবি আদায় করে মুক্ত খালেদা জিয়াকে নিয়েই নির্বাচনে যাব-ইনশাল্লাহ’।

আজ সোমবার কুমিল্লার দাউদকান্দি সদরের দোনারচর গ্রামে স্থানীয় বিএনপি আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রদল নেতা জুয়েল প্রধান রায়হানের বিদেহী আত্মার শান্ত্মি কামনায় এ শোকসভা ও দোয়ার আয়োজন করা হয়।
তিনি অভিযোগ করে বলেন, বর্তমান সরকার বিএনপিকে ছাড়া আবারো ৫ জানুয়ারি স্টাইলে নির্বাচনী নাটক মঞ্চস্থ করে ক্ষমতা দীর্ঘায়িত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্জন কারাগারে অন্তরীণ করে রাখা, সেই ষড়যন্ত্রেরই অংশ। সরকার আইনি মারপ্যাচে ফেলে বেগম জিয়াকে মুক্তি দিচ্ছে না। তাঁর সুচিকিৎসা করা হচ্ছে না। তাঁর প্রতি অত্যন্ত অমানবিক আচরণ করছে।

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণমূলক একটি গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। সরকার গায়ের জোরে জনগণের যৌক্তিক দাবি মানছে না, গড়িমাসি করছে। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, শীঘ্রই আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত এবং নির্বাচনকালীন সরকার ব্যবস্থার দাবি আদায় করে মুক্ত খালেদা জিয়াকে নিয়েই নির্বাচনে যাব।

ড. মোশাররফ বলেন, বর্তমান সরকার যে একটি স্বৈরশাসক, তা আন্তর্জাতিকভাবেও স্বীকৃত। এই স্বৈরশাসক দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্পূর্ণ ধংস করেছে। অর্থনীতি এখন স্থবির। বৈদেশিক বিনিয়োগ নেই। কর্মসংস্থান নেই। আইনের শাসন নেই। মানুষ ন্যায় বিচার পাচ্ছে না। রাষ্ট্র পরিচালনায় সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। তাদের নির্দেশ সরকারী কর্মকর্তারা শুনছে না। সড়কে চরম বিশৃঙ্খল অবস্থার কারণে দেশের মানুষ ভীত। সর্বত্রে এক জগাখিচুড়ী অবস্থা বিরাজমান। জনগণ এই দু:সহ ত্রাহি অবস্থা থেকে পরিত্রাণ চায়, মুক্তি চায়। তিনি বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থার দাবি আদায়ের আন্দোলনে অংশ নিতে এখনই প্রস্তুতি নেবার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

বিএনপি নেতা এনামুল হক সরকারের সভাপতিত্বে শোকসভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা দেলোয়ার হোসেন মিয়াজী, রমিজ উদ্দিন লনী, আজহারুল হক শাহীন, নুর মো. সেলিম সরকার, নুরুল আমীন সরকার, আরিফ মাহামুদ, কাউসার আলম সরকার, খন্দকার বিল্লাল হোসেন (সুমন কমিশনার),আব্দুল মতিন, ভিপি শাহাবুদ্দিন ভূইয়া, ভিপি জাহাঙ্গীর আলম, বাবুল মোল্লা, শাহ আলম সরকার, শরীফ চৌধুরী, কমিশনার মোস্তাক, মাওলানা আব্দুল লতিফ, মোশাররফ হোসেন হাজারী, জিএস কামরুজ্জামান ফকির, আল-আমিন সরকার, আব্দুল বাসেদ, আসাদুজ্জামান লিমন, ফরিদা ইয়াসমীন ডলি ও আইরীন সরকার প্রমূখ।

শোকসভা শেষে ড. মোশাররফ ফাউন্ডেশনের পক্ষ থেকে ড. মোশাররফ ৫ লাখ টাকার একটি চেক নিহত রায়হানের মা রেহেনা বেগমের’ হাতে প্রদান করেন। ৫ লাখ টাকার চেক হাতে পেয়ে আবেগাপস্নুত হয়ে পড়েন রেহেনা বেগম। এ ছাড়াও ওই সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে তিনি আর্থিক সহায়তা করেন।

পরে ড. মোশাররফ সন্ত্রাসী হামলায় মারাত্মক আহত দৈনিক আমাদের সময়ের সাংবাদিক মোহাম্মদ আলী শাহীন ও ছেলে মসিহ আলী নাফেকে দেখতে তার দাউদকান্দির বাসভবনে যান। এই সময় তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com