মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আমাকে ও আমার মেয়েদের কুপ্রস্তাব দেয় রাজ্জাক। কালের খবর কল্যাণমুখী রাষ্ট্র গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। কালের খবর ঈশ্বরগঞ্জে কালভার নির্মাণে অনিয়মের অভিযোগ। কালের খবর চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি। কালের খবর জুলাই-আগষ্টে শহীদদের ছাড়া আর কারো প্রতি দায়বদ্ধতা নেই। কালের খবর পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনাময় অর্থকরী ফসল কাসাভা। কালের খবর চবি এক্স স্টুডেন্টস ক্লাব ঢাকা এর সভাপতি ব্যারিস্টার ফারুকী এবং সাধারণ সম্পাদক জিএম ফারুক স্বপন নির্বাচিত। কালের খবর মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন। কালের খবর সীতাকুণ্ড হবে বাংলাদেশের অন্যতম মডেল উপজেলা : আনোয়ার সিদ্দিক চৌধুরী। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর
ড. কামাল ‘প্রধানমন্ত্রী’ প্রস্তাবে জোট গঠনে আগ্রহী নয় বি চৌধুরী :: কালের খবর

ড. কামাল ‘প্রধানমন্ত্রী’ প্রস্তাবে জোট গঠনে আগ্রহী নয় বি চৌধুরী :: কালের খবর

নিজস্ব প্রতবেদক, কালের খবর: বিএনপির নেতৃত্বে যে বৃহত্তর ঐক্যের চেষ্টা চলছে, সেই জোটের একজন নেতাকে সামনে এনেই আটঘাট বেঁধে নির্বাচনের মাঠে নামতে হবে; জয়লাভ করলে যিনি কয়েক মাসের জন্য সরকারপ্রধান (প্রধানমন্ত্রী) হবেন। কিন্তু সেই নেতার প্রশ্নে একমত হতে পারছে না ঐক্যে আগ্রহী দলগুলো।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সম্ভাব্য জোটের প্রধান নেতা হিসেবে বিকল্পধারার সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নাম আলোচনায় আছে। কিন্তু বিজয়ের পর সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নাম কিছুটা আলোচনায় আসায় বিএনপির পাশাপাশি উদারপন্থী দলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ড. কামাল প্রধানমন্ত্রী হবেন—এমন সম্ভাবনা মেনে নিয়ে জোট গঠনে আগ্রহী নয় বি চৌধুরীর দল বিকল্পধারা। অন্যদিকে আ স ম রবের নেতৃত্বাধীন জেএসডি এবং মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্যও সম্ভাব্য এমন সমঝোতায় জোট গঠনে রাজি নয়। এ অবস্থায় বিএনপি কৌশলগতভাবে কিছুটা বিপাকে পড়েছে। জটিলতার মুখে পড়েছে বৃহত্তর জোট গঠনের প্রক্রিয়াও।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী গত ২০ জুলাই এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা বি চৌধুরী আর ড. কামাল হোসেনের কার্যকর নেতৃত্ব দেখতে চাই। এটা ফ্রন্ট হোক বা জোট হোক, তার প্রধান হবেন বি চৌধুরী। নির্বাচনের পর সরকার গঠন করলে সরকারপ্রধান হবেন ড. কামাল হোসেন।

খোঁজ নিয়ে জানা যায়, শুধু ঘোষণা দিয়েই বঙ্গবীর থেমে থাকেননি, ড. কামাল হোসেনকে সরকারপ্রধান করার জন্য বেশ তত্পরতাও চালান। সম্প্রতি তিনি বি চৌধুরী, তাঁর ছেলে বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীর সঙ্গে ছাড়াও পৃথক বৈঠক করেন আ স ম রব, মাহমুদুর রহমান মান্না এবং গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে। সূত্র মতে, এসব বৈঠকে ‘ড. কামাল হোসেনকে প্রধানমন্ত্রী করা যায়’ এমন মনোভাব ব্যক্ত করেন কাদের সিদ্দিকী। জবাবে ওই নেতারা প্রশ্ন তুলে বলেন, ড. কামাল কি যুক্তফ্রন্টে আসবেন বা তিনি কি যুক্তফ্রন্টের কেউ? তবে তিনি যুক্তফ্রন্টে এলে তাঁকে যথাযোগ্য মর্যাদা দেওয়া হবে বলে মতামত ব্যক্ত করেন ওই নেতারা। অবশ্য ‘সরকারপ্রধান’ করার বিষয়ে তাঁরা কথা বলেননি। তবে হঠাৎ করে কাদের সিদ্দিকীর ওই বক্তব্যে দলগুলোর মধ্যে বেশ কৌতূহলের সৃষ্টি হয়। বিএনপির পক্ষ থেকে কামাল হোসেনকে এ ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে কি না—এমন সংশয়ও সৃষ্টি হয় যুক্তফ্রন্টের অন্তর্ভুক্ত দলগুলোর নেতাদের মধ্যে।

জানতে চাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকী অবশ্য কালের খবরকে   বলেন, কামাল হোসেনকে ভবিষ্যৎ সরকারপ্রধান করার প্রস্তাব শুধু তাঁর নিজ দলের। এ নিয়ে অন্য কারো সঙ্গে আলোচনা হয়নি। বিএনপির সঙ্গে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বিএনপির সঙ্গে ঐক্য করার প্রচেষ্টা নয়, আমরা একটি জাতীয় ঐক্য চাই। সেখানে বিএনপি ও আওয়ামী লীগ উভয় দলের জন্যই রাস্তা খোলা। ’

বিকল্পধারার সভাপতি ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এ প্রসঙ্গে কালের খবরকে   বলেন, কাদের সিদ্দিকী যুক্তফ্রন্টে নেই—এ কথা তিনি নিজেই বলেছেন। সুতরাং কাউকে সরকারপ্রধান করার প্রস্তাবও তাঁর উর্বর মস্তিষ্কপ্রসূত। হয়তো তাঁর স্বাধীন মনের কথা। এর সঙ্গে যুক্তফ্রন্টের কোনো সম্পর্ক নেই। এক প্রশ্নের জবাবে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, হতে পারে কামাল হোসেন সাহেবকে কেউ হয়তো এ ধরনের প্রস্তাব দিয়েছেন, যা উনি (কাদের সিদ্দিকী) হয়তো জানতে পেরেছেন।

কাদের সিদ্দিকীর প্রস্তাবের বিষয়টিতে মন্তব্য করে কোনো বিতর্ক সৃষ্টি করতে চান না বলে জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। গতকাল বৃহস্পতিবার কালের খবরকে   তিনি বলেন, তাঁর (কাদের সিদ্দিকী) বক্তব্যের ব্যাপারে ‘জানি না বা ফেলে দিয়েছি’ এগুলোর যেকোনোটি বললেই ভুল-বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। এক প্রশ্নের জবাবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই আইনজীবী বলেন, সরকারপ্রধান বিষয়ে বিএনপির সঙ্গে তাঁর কোনো আলোচনা হয়নি। তাঁর মতে, ‘এই বয়সে এগুলো কোনো বিষয় হতে পারে না।

তবে বিএনপিকে বলেছি যে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আমি ভূমিকা পালন করতে রাজি আছি,’ যোগ করেন ড. কামাল হোসেন।

কাদের সিদ্দিকীর প্রস্তাবের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান জেএসডি সভাপতি আ স ম রব। কালের খবরকে  তিনি বলেন, বিএনপি বা উদারপন্থী দলগুলোর মধ্যে ঐক্য হলে নেতা কে হবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সময় হলে এগুলো যুক্তফ্রন্টের বৈঠকে আলাপ-আলোচনা করে ঠিক করা হবে।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না কালের খবরকে  বলেন, ‘সরকারপ্রধান কে হবেন সে বিষয়ে আলোচনা তুলে এখনই বিতর্ক তৈরি করতে রাজি নই। ’ তিনি বলেন, ‘কামাল হোসেন সাহেবকে সরকারপ্রধান করার বিষয়ে কাদের সিদ্দিকীর বক্তব্যের বিষয়ে আমাদের কিছু জানা নেই। ’ তিনি ওই প্রস্তাব কোথায় পেয়েছেন, তাও জানি না।

নির্বাচনী জোট গঠন করতে হলে ভবিষ্যৎ সরকার গঠন ও পরিচালনা নিয়ে কয়েকটি প্রস্তাবের বিষয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য হতে হবে। ওই প্রস্তাবে প্রথম তিন বা ছয় মাসের জন্য জোটের একজনকে প্রধানমন্ত্রী করার কথা উল্লেখ থাকবে। উল্লেখ থাকবে নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করতে পারলে খালেদা জিয়াকে কারামুক্ত করে একটি আসনে উপনির্বাচন করে জিতিয়ে আনার কথাও। সমঝোতা বা চুক্তি অনুযায়ী এরপর খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হবে। আর আগের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হবে—এমন আলোচনা চলছে বিএনপির পাশাপাশি সংশ্লিষ্ট ওই দলগুলোর মধ্যে। কিছুদিন আগে পর্যন্ত ওই পদে একমাত্র বি চৌধুরীর নামই আলোচনায় ছিল। কিন্তু বিএনপির পক্ষ থেকে ব্যাপক তত্পরতা সত্ত্বেও বি চৌধুরীর সঙ্গে দলটির দূরত্ব কমেনি। বরং বিকল্পধারার দেড় শ আসনের দাবিতে জটিলতা আরো কিছুটা বেড়েছে বলে কেউ কেউ মনে করেন। দূরত্ব সৃষ্টির আগের প্রধান তিনটি কারণ হলো—বিগত চারদলীয় জোট সরকারের সময় চাপ সৃষ্টি করে রাষ্ট্রপতির পদ থেকে বি চৌধুরীর পদত্যাগ, পরে তাঁর পরিবারকে অপদস্থ করা এবং সর্বশেষ ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে গুলশান কার্যালয় থেকে প্রতিশ্রুতি দেওয়ার পরও মাহী বি চৌধুরীকে মনোনয়ন না দেওয়ার ঘটনা নিষ্পত্তি না হওয়া। সূত্র মতে, এ কারণেই বিকল্প হিসেবে সামনে চলে আসছে ড. কামাল হোসেনের নাম। তা ছাড়া বিএনপির বড় একটি অংশ এ-ও মনে করে যে কামাল হোসেনের নাম সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে থাকলে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে ভারতের সমর্থন (মতান্তরে অনুমোদন) পাওয়া যাবে।

আলোচনা করে জানা যায়, যুক্তফ্রন্টের অন্তর্ভুক্ত তিনটি দলই বরং বিশিষ্ট নাগরিকদের মধ্য থেকে নিরপেক্ষ একজনকে সরকারপ্রধান করার পক্ষে। তাদের মধ্যে কেউ কেউ ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ এবং গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর নামও বলছে। আবার কারো মতে, কাউকে পাওয়া না গেলে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্য থেকে বেছে নেওয়া যেতে পারে। কিন্তু তাঁদের নেতৃত্বে আবার উদারপন্থী দলগুলোর সবাই ঐক্য গঠনে রাজি হবেন—এমন নিশ্চয়তা নেই। অবশ্য শেষ পর্যন্ত নেতৃত্ব নির্বাচনে খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা লাগবে। আর এ কারণেই নেতৃত্ব বা সম্ভাব্য ‘প্রধানমন্ত্রী’ ইস্যুটি এখনই খোলাসা করতে রাজি নয় বিএনপি।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন কালের খবরকে  বলেন, উদারপন্থী দলগুলোর সঙ্গে বিএনপি ঐক্যের প্রায় কাছাকাছি। কারণ বিএনপির মতো ওই দলগুলোও মনে করে যে বর্তমান দুঃশাসনের অবসান করে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠায় আন্দোলনের বিকল্প নেই। ফলে নেতৃত্ব কে দেবেন এটি কোনো সমস্যা নয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারপ্রধান কে হবেন এটি অনেক দূরের আলোচনার বিষয়। এ নিয়ে এখনই বিতর্কের অবকাশ নেই।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতে, ‘উদারপন্থী দলগুলোর সঙ্গে বিএনপির রাজনৈতিক ঐকমত্য ভেতরে ভেতরে হয়ে গেছে। কারণ আমরা সবাই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রশ্নে একমত। নেতৃত্ব নির্বাচন কোনো সমস্যা নয়। সময় ও পরিস্থিতিই এটি বলে দেবে,’ যোগ করেন মির্জা ফখরুল।

গত বছরের ৪ ডিসেম্বর বি চৌধুরীর বাসায় অনুষ্ঠিত এক বৈঠকের মধ্য দিয়ে বিকল্পধারা, জেএসডি, কৃষক শ্রমিক জনতা লীগ ও নাগরিক ঐক্য এই চারটি দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠিত হয় এবং ফ্রন্টের চেয়ারম্যান করা হয় বি চৌধুরীকে। ওই দিনের বৈঠকে কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন দল উপস্থিত থাকলেও পরে দলটি আর যুক্তফ্রন্টের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত দেখা যায়নি। অন্যদিকে এক বছরের বেশি সময় বিভিন্ন বৈঠকে উপস্থিত থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত যুক্তফ্রন্টে যোগদান থেকে বিরত থাকে গণফোরাম। বস্তুত প্রায় এক বছর ধরে বিভিন্ন সভা-সমাবেশে বক্তৃতা দিলেও একাই চলছেন কামাল হোসেন।

তা ছাড়া আইন পেশায় ব্যস্ততার পাশাপাশি বছরের প্রায় অর্ধেক সময় তিনি বিদেশে থাকেন। এমন ঘটনাও আছে যে রাজনৈতিকভাবে কোনো কর্মসূচি পালনের কথা বলেও তিনি বিদেশে চলে গেছেন। তা ছাড়া জোট গঠনের আগে সম্ভাব্য দলগুলোর লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হিসেবে এর আগে মাহমুদুর রহমান মান্নাকে মেনে নিতে পারেননি ড. কামাল হোসেন। সব মিলিয়ে যুক্তফ্রন্টের দলগুলোর মধ্যে তাঁর ব্যাপারে প্রশ্ন তৈরি হয়েছে। যদিও কিছুদিন আগে বি চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে যুক্তফ্রন্টের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ড. কামাল হোসেন।

বৃহত্তর ঐক্য প্রশ্নে মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মতে, এই নেতৃত্ব আর সরকারপ্রধান কে হবেন—এ নিয়ে উদারপন্থীরা নিজেদের কপাল নিজেরাই পুড়ছেন। বিএনপির এ ক্ষেত্রে কোনো দোষ নেই। কেননা জোট গঠনের প্রশ্নে এবার তারা বেশ উদার। এক প্রশ্নের জবাবে বিশিষ্ট এই মুক্তিযোদ্ধা বলেন, বি চৌধুরী ও কামাল হোসেনকে বুঝতে হবে যে তাঁরা একত্র হয়ে বিএনপির সঙ্গে না থাকলে ভোটাররা তাঁদের সঙ্গে থাকবে না।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com