রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৪৭ অপরাহ্ন
উত্তরাঞ্চল / রাজশাহী প্রতিনিধি, কালের খবর :: ‘রাজশাহীর তিন উপজেলায় মাদকের রমরমা ব্যবসা, নিরব পুলিশ’ সংবাদটি প্রকাশের পরে এক এস আইকে জেলা ডিবি পুলিশ থেকে ক্লোজড করা হয়েছে। বুধবার সকালে রাজশাহী থেকে প্রকাশিত পদ্মাটাইম ২৪ ডটকম নিউজ পোর্টাল ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক কালের খবরে চারঘাট থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলামের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের সখ্যতার বিষয়টি উঠে আসে। সংবাদ প্রকাশের পরে চারঘাট থানার ওসি ধারণা করে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে এ সংবাদ প্রকাশ করা হয়েছে।
ওসি জানান, চারঘাট থানা থেকে বেশ কিছু দিন আগে এস আই উৎপলকে ক্লোজড করা হয়। কিছু দিন পরে উৎপল সরকার জেলা ডিবিতে যোগদান করেন।
তিনি আরো বলেন, আমার ধারণা জেলা ডিবির এস আই উৎপল সাংবাদিককে দিয়ে আমার বিরুদ্ধে এমন সংবাদ প্রচার করিয়েছেন। এমন ভুল ধারণার সংবাদ প্রকাশের পরে জেলা পুলিশ সুপার রাজশাহী কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাকে জানালে বুধবার রাতেই জেলা ডিবি থেকে এস আই উৎপলকে ক্লোজড করা হয়েছে বলে জানা গেছে জেলা পুলিশ সুপার কার্যালয়ের একটি সূত্র থেকে।
এ ঘটনা জেলা ডিবির এস আই উৎপল মুঠোফোনে বলেন, চারঘাট থানার ওসির বিরুদ্ধে রাজশাহী থেকে প্রকাশিত পদ্মাটাইম নিউজ পোটাল ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক কালের খবরে সংবাদ প্রকাশ হয়। বিষয়টি আমি জানতাম না। চারঘাট থানার ওসি নজরুল স্যার ধারণা করেন আমি অর্থের বিনিময় এ সংবাদটি করিয়েছি।
তিনি বলেন, চারঘাট থানার ওসি নজরুল স্যারের অধিনে বেশ কিছুদিন কাজ করেছি। তিনি আমার স্যার ও শ্রদ্ধা ভাজন ব্যক্তি। তিনি কেন আমার বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন জানা নেই। হটাৎ রাতে জেলা ডিবির পুলিশ পরিদর্শক খালেদুর রহমান স্যার ফোন করে জানান আমাকে এডিসনাল এসপি স্যার ডেকেছে। দ্রুত স্যারের সাথে দেখা করতে গিয়ে প্রথম জানতে পারি চারঘাট থানার ওসি স্যারের বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ হয়। ওসি স্যারের বিরুদ্ধে সংবাদটি আমি না কি করিয়েছি। এমন অভিযোগ তুলে আমাকে জেলা ডিবি থেকে ক্লোজড করা হয়। নজরুল স্যার আমার বিরদ্ধে এমন একটি মিথ্যা অভিযোগ করায় আমি হতাস।
তিনি আরো বলেন, সংবাদ প্রকাশে ওসি স্যারের এমন মিথ্যা অভিযোগের বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে আমাকে যে শাস্তি দেবে মেনে নেব। কিন্তুু বিনা কারণে ভুল বুঝে আমাকে ক্লোজড করা হয়েছে বলে হতবাগ হয়ে গেছি। আশা করি জেলা পুলিশ সুপার বিষয়টি সঠিক তদন্ত করবেন। আমার বিরুদ্ধে ওসি স্যারের এমন অভিযোগ একদম মিথ্যা, ভিত্তিহীন ও প্রতিহিংশামূলক। ওসি স্যার আমাকে ভুল বুঝেছেন বলে জানান তিনি।