শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৪ অপরাহ্ন
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি, কালের খবর :
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌর শহরের বিভিন্ন হাট-বাজার ছেয়ে গেছে বিষ মেশানো নানান মৌসুমি ফলে। অনেকেই বাজার থেকে কেনা এ সব ফল খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। স্বাস্থ্য ঝুকি থাকায় অনেকে এসব ফল কিনছেন না।
আম, জাম, কাঠাল, লিচু, মাল্টা, আনারসসহ বিভিন্ন ফলে মেশানো হচ্ছে প্রাণঘাতী এই কেমিক্যাল। মাঝে মধ্যে ভ্রাম্যমান আদালত ফরমালিন মেশানো ফলের বাজারে অভিযান চালালেও তা একেবারেই যেন লোক দেখানো। এদের বিরুদ্ধে কোনো শস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে না। ক্রেতারা বাড়তি চাহিদা থাকায় ফরমালিন মিশিয়ে সময়ের আগেই তা পাকানো হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সামনেই চলছে এসব বিষ মেশানো ফল বিক্রির কাজ। কিন্তু কারো সেদিকে কোন নজর নেই। নেই কোনো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা। অভিযানে ধারাবাহিকতা না থাকায় এ সংক্রান্ত আইন দুর্বল হয়ে পড়েছে। বিষ মেশানো ফল বিক্রেতা চক্র এসব কুকর্ম চালিয়েই যাচ্ছেন। সাধারণ ক্রেতাদের মধ্যে এসব ফল খাওয়া এবং ক্রয় নিয়ে ভীতি বিরাজ করছে। এসব বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করলে তারা লোকবলের অভাবের দেহাই দিয়ে পাশ কাটিয়ে যান।
শায়েস্তাগঞ্জ পৌর শহরের বিভিন্ন হাট-বাজার সরজমিনে দেখা যায়, ভেজাল আম, কাঠাল মে মাসের প্রথম সপ্তাহেই বাজারে আসতে শুরু করে। অভিযানে ফরমালিনমুক্ত ফলের বাজারেও ফরমালিনযুক্ত ফল পাওয়া গেছে। অভিযানের কারণে তাৎক্ষনিক কিছুটা ফরমালিনের আধিক্য কমলেও অভিযানের পরপরই আবার বাজারগুলোতে বিক্রি হচ্ছে ক্যামিক্যালযুক্ত বিষাক্ত ফল। কঠিন আইন না থাকায় আইনের ফঁাঁকে বের হয়ে অসাধু ব্যবসায়ীরা আবারো একই কাজে লিপ্ত হন। এছাড়া ফরমালিন পরিক্ষা করার মতো সুক্ষ যন্ত্রপাতি স্থানীয় প্রশাসনের হাতে নেই বলেও জানান কিছু কর্মকর্তা।
দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন ।