মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১০:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় কাঙ্খিত বৃষ্টিপাত দেখা দিয়েছে জনমনে স্বস্তি। কালের খবর টেকনাফে পণ্য পাচার নিয়ে প্রতিবেদনে সাংবাদিক অপহরণের চেষ্টা, থানায় জিডি। কালের খবর এনএমআই-এর স্পেশাল ব্যাচ-২০২৩ এর শিক্ষা সমাপনী কুচকাওয়াজে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। কালের খবর আগুন পুড়ছে সুন্দরবন, নেভানোর আপ্রাণ চেষ্টা। কালের খবর জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক – শিপ্রা রানী দে। কালের খবর জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান তারুণ্যের অহংকার আবিদ হাসান রুবেল। কালের খবর কক্সবাজারে সাইফুল বাহিনীর প্রধান গ্রেপ্তার। কালের খবর তাড়াশে ইরি বোরো ধান কাটা শুরু। কালের খবর কাজ করতে গিয়ে বাড়িতে ফিরলো শ্রমিকের লাশ!। কালের খবর কুষ্টিয়ায় পানি সংকটে খাদ্য উৎপাদনে বিপর্যয়ের শঙ্কা। কালের খবর
সাংবাদিক নির্যাতন : ডিবির এসআইসহ ৮ পুলিশ ক্লোজড

সাংবাদিক নির্যাতন : ডিবির এসআইসহ ৮ পুলিশ ক্লোজড

কালের খবর প্রতিবেদক : বরিশালে কর্মরত ডিবিসি টেলিভিশনের ক্যামেরাপারসন সুমন হাসানকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশারসহ আট সদস্যকে ক্লোজ করা হয়েছে।

সেই সঙ্গে পুরো ঘটনাটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছেন পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের সহকারী কমিশনার (এসি) মো. শাখায়াত হোসেন।

আহত সুমনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সুমনের বরাত দিয়ে ডিবিসি চ্যানেলের বরিশাল অফিস প্রধান অপূর্ব অপু জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে শহরের পুরাতন বিউটি সিনেমা হলের সামনে থেকে জাহিদুল ইসলাম নামে এক মাদক বিক্রেতাকে আটক করে ডিবি পুলিশ।

ওই মাদক বিক্রেতা জিজ্ঞাসাবাদে সাংবাদিক সুমনের ভাই আরিফ হোসেন সিয়ামের নাম প্রকাশ করেন। এ বিষয়টি জানতে পেরে সুমন সেখানে গিয়ে ডিবি পুলিশের উপস্থিতিতে কেন তার ভাইয়ের নামটি বলা হচ্ছে জানতে চেয়েছেন জাহিদের কাছে।

এতে অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশারের নেতৃত্বে সুমনকে ধরে ফেলা হয়। একপর্যায়ে তাকে সেখানে ফেলে এলোপাতাড়ি পেটানো হয়। এতে তিনি গুরুতর আহত হলে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

এই পুরো বিষয়টি সাংবাদিকদের পক্ষ থেকে পুলিশ কমিশনারকে অবহিত করা হলে তিনি অভিযুক্ত ওই আট পুলিশ সদস্যকে তাৎক্ষণিক ক্লোজ করে লাইনে সংযুক্ত করেন।

মারধরের বিষয়টি অস্বীকার করে অভিযুক্তদের পক্ষ থেকে বলা হচ্ছে, ডিবি পুলিশের কাছে আটক জাহিদের ওপর সুমন হামলা করেন। ওই সময় তারা সুমনকে থামাতে গেলে হাতাহাতির ঘটনা ঘটেছে মাত্র।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com