রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:১২ পূর্বাহ্ন
কালের খবর ডেস্ক :
সড়কের পাশে ওয়াসার পাইপ ফেটে অনবরত পানি বের হচ্ছে। তলিয়ে যাচ্ছে প্রধান সড়কের বেশকিছু অংশ। সেই পানি দিয়ে রিকশাচালকরা হাতমুখ ধুয়ে নিচ্ছেন। কেউ সেরে নিচ্ছেন রিকশা-মোটরসাইকেল ধোয়ামোচার কাজ। মূল্যবান পানির এমন অপচয় দেখার যেন কেউ নেই।
শনিবার এক রিকশাচালক এই মন্তব্য করেন।
রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের শ্যামপুর থানাধীন দোলাইরপাড় গোল চত্বরে ওয়ালটন শোরুমসংলগ্ন স্থানের চিত্র এটি। শুক্রবার সন্ধ্যায় ওয়াসা লাইনের পাইপ ফেটে পানি বের হচ্ছিল। শনিবার সন্ধ্যায়ও একই চিত্র দেখা যায়। ঢাকা ওয়াসাকে বিষয়টি জানানোর পরও প্রতিকার মেলেনি।
ওয়ালটন শোরুমের ব্যবস্থাপক মো. রুমেল জানান, শনিবার সকালে ওয়াসার একটি গাড়ি ঘটনাস্থলের আশপাশে ঘোরাঘুরি করতে দেখা যায়। কিন্তু অজ্ঞাত কারণে সংস্কার কাজ না করেই তারা চলে যান।
এ বিষয়ে জানতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়াসা কর্মকর্তাকে যুগান্তর প্রতিবেদক ফোন করলেও তিনি কল রিসিভ করেননি।