রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:৩৩ অপরাহ্ন
এম আই ফারুক আহমেদ, কালের খবর :
রাজধানীর ডেমরায় সন্ত্রাসী, চাঁদাবাজ, নৈরাজ্য, মাদক ও দখলদারদের বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নবীউল্লাহ নবীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি পালন করেছেন ৬৬ নং ওয়ার্ড জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল ও বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতারা। শুক্রবার ৬৬ নং ওয়ার্ড জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ও ঢাকা-৫ আসনের জনতার এমপি আলহাজ্ব নবী উল্লাহ নবীর নির্দেশে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মানিক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপি’র প্রস্তাবিত সভাপতি এস এম রেজা চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান জামান। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুবেল রানা, ডেমরা থানা তাঁতী দলের আহবায়ক জুলহাস মিয়া। ৬৮ নং ওয়ার্ড শ্রমিক দল সভাপতি বিল্লাল মিয়া। ৬৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল তালুকদার। স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগ মিয়া, আলী আকবর সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এস এম রেজা চৌধুরী সেলিম বলেন, ‘কোনো সন্ত্রাস চাঁদাবাজ, ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ীদের বিএনপিতে স্থান নেই। আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শ নিয়ে তারেক রহমানের নেতৃত্বে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি। তারেক রহমান ও আমাদের ডেমরা এলাকার মাটি ও মানুষের নেতা নবীউল্লাহ নবীর নেতৃত্বে এগিয়ে যেতে চাই।