শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনাময় অর্থকরী ফসল কাসাভা। কালের খবর চবি এক্স স্টুডেন্টস ক্লাব ঢাকা এর সভাপতি ব্যারিস্টার ফারুকী এবং সাধারণ সম্পাদক জিএম ফারুক স্বপন নির্বাচিত। কালের খবর মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন। কালের খবর সীতাকুণ্ড হবে বাংলাদেশের অন্যতম মডেল উপজেলা : আনোয়ার সিদ্দিক চৌধুরী। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর মাটিরাঙ্গায় মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর মুরাদনগরে সামাজিক সংগঠনের শীতের কম্বল বিতরণ। কালের খবর বিজয় দিবসের প্রথম প্রহরে ‘স্বাধীনতা সোপানে’ শ্রদ্ধা নিবেদন। কালের খবর জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন। কালের খবর জুলাইয়ের শহীদ পরিবারদেরকে তারেক রহমানের পক্ষ থেকে নবীউল্লা নবীর আর্থিক সহায়তা ও খাদ্য বিতরণ। কালের খবর
মাটিরাঙা ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাক্তন ছাত্র সংসদের সম্মেলন অনুষ্ঠিত। কালের খবর

মাটিরাঙা ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাক্তন ছাত্র সংসদের সম্মেলন অনুষ্ঠিত। কালের খবর

 

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি, কালের খবর :

প্রাক্তণ শিক্ষার্থীদের উপস্থিতিতে মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাক্তন ছাত্র সংসদের সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রাক্তন ছাত্রদের উপস্থিতিতে স্মৃতিময় হয়ে উঠে সম্মেলনস্থল।

রোববার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে মাদ্রাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি মো. আব্দুল জব্বার।

সম্মলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও প্রাক্তন ছাত্র সংসদের প্রধান উপদেষ্টা কাজী মো. সলিম উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও রাঙ্গামাটি বায়তুশ শরফ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট মাও. শামসুল আরেফীন। সম্মেলনে মাও. নজির আহাম্মদ, মাও. রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

‘এসো জ্ঞানের সন্ধানে, ফিরে যাও দেশের সবায়’ এ স্লোগানকে সামনে রেখে সম্মেলনে সম্মলনের প্রথম অধিবেশনে প্রাক্তণ শিক্ষার্থীদের মধ্যে মো. আব্দুল কাদের, মো. জসিম উদ্দীন, মো. হাসান আল মারুফ, মো. আব্দুল মালেক ও মোজাম্মেল হক প্রমুখ বক্তব্য রাখেন। সম্মেলনের প্রথম অধিবেশনে স্মৃতিচারন করেন বক্তারা।

এ প্রতিষ্ঠানের উন্নয়নে প্রাক্তন ছাত্রদের ভূমিকা পালন করার আহবান জানিয়ে বক্তারা বলেন, এজন্য প্রাক্তন ছাত্র সংসদকে একটি শক্তিশালী প্লাটফর্ম হিসেবে গড়ে তুলতে হবে। সকল প্রাক্তন ছাত্রদের স্ব স্ব অবস্থান থেকে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে কাজ করার আহবান জানান বক্তারা।

সম্মেলনের দ্বিতীয় পর্বে মো. আব্দুল জব্বার-কে সভাপতি, মো. আব্দুল মালেক-কে সাধারন সম্পাদক ও মো. ফখরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়। একই সময়ে মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্লাহ-কে প্রধান উপদেষ্টা করে সাত সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com