জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি, কালের খবর :
প্রাক্তণ শিক্ষার্থীদের উপস্থিতিতে মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাক্তন ছাত্র সংসদের সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রাক্তন ছাত্রদের উপস্থিতিতে স্মৃতিময় হয়ে উঠে সম্মেলনস্থল।
রোববার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে মাদ্রাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি মো. আব্দুল জব্বার।
সম্মলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও প্রাক্তন ছাত্র সংসদের প্রধান উপদেষ্টা কাজী মো. সলিম উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও রাঙ্গামাটি বায়তুশ শরফ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট মাও. শামসুল আরেফীন। সম্মেলনে মাও. নজির আহাম্মদ, মাও. রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
'এসো জ্ঞানের সন্ধানে, ফিরে যাও দেশের সবায়' এ স্লোগানকে সামনে রেখে সম্মেলনে সম্মলনের প্রথম অধিবেশনে প্রাক্তণ শিক্ষার্থীদের মধ্যে মো. আব্দুল কাদের, মো. জসিম উদ্দীন, মো. হাসান আল মারুফ, মো. আব্দুল মালেক ও মোজাম্মেল হক প্রমুখ বক্তব্য রাখেন। সম্মেলনের প্রথম অধিবেশনে স্মৃতিচারন করেন বক্তারা।
এ প্রতিষ্ঠানের উন্নয়নে প্রাক্তন ছাত্রদের ভূমিকা পালন করার আহবান জানিয়ে বক্তারা বলেন, এজন্য প্রাক্তন ছাত্র সংসদকে একটি শক্তিশালী প্লাটফর্ম হিসেবে গড়ে তুলতে হবে। সকল প্রাক্তন ছাত্রদের স্ব স্ব অবস্থান থেকে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে কাজ করার আহবান জানান বক্তারা।
সম্মেলনের দ্বিতীয় পর্বে মো. আব্দুল জব্বার-কে সভাপতি, মো. আব্দুল মালেক-কে সাধারন সম্পাদক ও মো. ফখরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়। একই সময়ে মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্লাহ-কে প্রধান উপদেষ্টা করে সাত সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি