মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আমাকে ও আমার মেয়েদের কুপ্রস্তাব দেয় রাজ্জাক। কালের খবর কল্যাণমুখী রাষ্ট্র গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। কালের খবর ঈশ্বরগঞ্জে কালভার নির্মাণে অনিয়মের অভিযোগ। কালের খবর চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি। কালের খবর জুলাই-আগষ্টে শহীদদের ছাড়া আর কারো প্রতি দায়বদ্ধতা নেই। কালের খবর পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনাময় অর্থকরী ফসল কাসাভা। কালের খবর চবি এক্স স্টুডেন্টস ক্লাব ঢাকা এর সভাপতি ব্যারিস্টার ফারুকী এবং সাধারণ সম্পাদক জিএম ফারুক স্বপন নির্বাচিত। কালের খবর মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন। কালের খবর সীতাকুণ্ড হবে বাংলাদেশের অন্যতম মডেল উপজেলা : আনোয়ার সিদ্দিক চৌধুরী। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর
নবীনগরের ইউএনও বদলি বাতিল করার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন। কালের খবর

নবীনগরের ইউএনও বদলি বাতিল করার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন। কালের খবর

 

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) থেকে মুহাম্মদ মাহফুজ, কালের খবর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীমের বদলির আদেশ বাতিল ও লক্ষ্মীপুর থেকে নবীনগরে পদায়ন করা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমানের বদলি বাতিল করার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। এ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদ ভাইরাল। গতকাল দুপুরে ছাত্র-জনতার ব্যানারে নবীনগর প্রেস ক্লাবের সামনে আলাদাভাবে দু’টি প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। দু’টি সমাবেশ থেকেই বদলি আদেশ বাতিল করার দাবি জানানো হয়। নবীনগর উপজেলার সর্বস্তরের শিক্ষার্থীদের ব্যানারে মারুফুল ইসলাম, মুন্না, আফরোজা জাহান, আঁখি, মাহির এর নেতৃত্বে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীমের বদলি আদেশ বাতিল করে নবীনগরেই পুনর্বহাল করতে হবে। আর লক্ষ্মীপুরের দুর্নীতিগ্রস্ত ইউএনওকে নবীনগরে আসতে দেয়া হবে না বলেও ঘোষণা দেন তারা।

অপরদিকে বৈষম্যবিরোধী সাধারণ ছাত্র-ছাত্রীদের ব্যানারে অথৈ, জান্নাতুল, সাফির নেতৃত্বে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, লক্ষ্মীপুর থেকে অপসারিত দুর্নীতিগ্রস্ত উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানকে নবীনগরে বদলি বাতিল করতে হবে। তার মতো দুর্নীতিগ্রস্ত ইউএনওকে আমরা চাই না। গত ৩রা অক্টোবর সরকারি এক প্রজ্ঞাপনে নবীনগরের ইউএনও তানভীর ফরহাদ শামীমকে রাঙ্গামাটির বিলাইছড়িতে এবং লক্ষ্মীপুর সদরের ইউএনও আরিফুর রহমানকে নবীনগরে বদলি করার প্রজ্ঞাপন জারি করা হয়। এরই পরিপ্রেক্ষিতে নবীনগরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা হয়েছে। এ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রতিবাদে ভাইরাল। উল্লেখ করা যেতে পারে গত ৫ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে সরকার পরিবর্তনের পর সারা দেশে অপ্রীতিকর ঘটনা ঘটলেও নবীনগরে কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও সাধারণ ছাত্রছাত্রীদের দাবি হচ্ছে- সেটি সম্ভব হয়েছে নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীমের বিচক্ষণতা, ভালোবাসা ও আন্তরিকতার কারণে। আর সেই জন্যই বিষয়টি মাথায় রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি বাতিলের দাবি তোলা হচ্ছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com