রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:১২ পূর্বাহ্ন
মোহাম্মদ মাহফুজ, নবীনগর, (ব্রাহ্মণবাড়িয়া), কালের খবর : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী নবীনগর সরকারি কলেজে শিক্ষার্থীদের আগমন ও প্রস্থানের সময় আঙ্গুলের ছাপে বায়োমেট্রিক পদ্ধতিতে ডিজিটাল হাজিরা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
গেলো ১৭ সেপ্টেম্বর ডিজিটাল পদ্ধতিতে এ হাজিরা কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন, নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ, প্রফেসর এ. কে. এম রেজাউল করিম।
এসময় নবীনগর সরকারি কলেজের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এব্যাপারে নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ, প্রফেসর এ. কে.এম রেজাউল করিম বলেন, ডিজিটাল হাজিরা চালু করার উদ্দেশ্যই এটা ছাত্র-ছাত্রীরা যেন ফাঁকি না দেই, নিয়মিত ক্লাসে আসে, শিক্ষার্থীদের এবং শিক্ষকদের যে হাজিরা দিতে যে সময় এই সময়টা যাতে কম সময় লাগে, সময় ক্ষেপন না হয় এই বিষয়গুলো সামনে রেখে আমরা ডিজিটাল হাজিরা চালু করেছি। ভবিষ্যতে এই উন্নায়নের ধারাবাহিকতা আরো চলবে। আমরা এই কলেজটা’কে প্রথম শ্রেণীর সরকারি কলেজ রূপান্তর করার চেষ্টা চালিয়ে যাব। বিশেষ করে ডিজিটাল হাজিরা মাধ্যমে প্রতিটি শিক্ষক, শিক্ষার্থী সঠিক সময়ে আসা যাওয়ার উদ্বুদ্ধ হবে।
তিনি আরো বলেন, আমার প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে সিসি ক্যামেরার আওতায় এনেছি। আমার বিশ্বাস ডিজিটাল হাজিরা কার্যক্রমের কারনে লেখাপড়ায় শিক্ষার্থীরা আরো উৎসাহিত হবে এবং আরো ভালো ফলাফল অর্জন করবে।