বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সীতাকুণ্ডে জামায়াত নেতার ওপর হামলা, প্রতিবাদে মিছিল সমাবেশ। কালের খবর আমাকে ও আমার মেয়েদের কুপ্রস্তাব দেয় রাজ্জাক। কালের খবর কল্যাণমুখী রাষ্ট্র গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। কালের খবর ঈশ্বরগঞ্জে কালভার নির্মাণে অনিয়মের অভিযোগ। কালের খবর চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি। কালের খবর জুলাই-আগষ্টে শহীদদের ছাড়া আর কারো প্রতি দায়বদ্ধতা নেই। কালের খবর পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনাময় অর্থকরী ফসল কাসাভা। কালের খবর চবি এক্স স্টুডেন্টস ক্লাব ঢাকা এর সভাপতি ব্যারিস্টার ফারুকী এবং সাধারণ সম্পাদক জিএম ফারুক স্বপন নির্বাচিত। কালের খবর মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন। কালের খবর সীতাকুণ্ড হবে বাংলাদেশের অন্যতম মডেল উপজেলা : আনোয়ার সিদ্দিক চৌধুরী। কালের খবর
তাড়াশে ভুট্টার ক্ষেত থেকে উদ্ধার হলো নবজাতক। কালের খবর

তাড়াশে ভুট্টার ক্ষেত থেকে উদ্ধার হলো নবজাতক। কালের খবর

 

মোঃ মুন্না হুসাইন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের চরহাকুড়িয়া গ্রামে সকালে ভুট্টার ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতক উদ্ধার করা হয়েছে। লাবনী বেগম নামের একজন মেয়ে, শিশুটিকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এ নিয়ে এলাকায় চরম চঞ্চল্যর সৃষ্টি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনোয়ার হোসেন। তিনি জানান নবজাতকটি সুস্থ আছেন।

জানা যায়, মাগুড়া বিনোদ ইউনিয়নের চর হামকুড়িয়া গ্রামে মঙ্গলবার সকালে কে বা কাহারা সদ্য জন্ম নেওয়া কন্যা শিশুটিকে ভুট্টার ক্ষেতে ফেলে যায়। খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন ঐ গ্রামের বাসিন্দা লাবনী বেগম। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে অনেকেই শিশুটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেন। শিশুটির দায়িত্ব নিতে হাসপাতালে ভিড় করছেন অনেকেই।

লাবনী বেগম বলেন, শিশুটির নাম রাখা এখনও হয়নাই দত্তক নিতে অনেক অনুরোধ আসছে। শিশুটি এখন সে সুস্থ আছে। আমার দুই ছেলে এক মেয়ে আছে তারপর ও আমি এই শিশু টি কে লালন-পালন করতে চাই।

এ বিষয়ে মাগুরা বিনোদ ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট বলেন ঘটনাটি জানাজানি হলে লোক মুখে শুনতে পাই যে ভুট্টার ক্ষেতে নাকি একটি নবজাতক (শিশু) কান্নাকাটি করছে সাথে সাথে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তাড়াশ থানায় বিষয়টি অবগত করি এবং গ্রাম পুলিশকে নবজাতকের সুরক্ষা নিশ্চিত করি।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বলেন আইনগত ভাবে নিঃসন্তান ছাড়া কোন পরিবার দত্তক নিতে পারে না।তবে এ ব্যপারে উর্ধতন কর্মকর্তা কে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com