রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কোরবানির পশু প্রস্তুত করতে ব্যস্ত সাতক্ষীরার খামারিরা। কালের খবর চট্টগ্রামের ইপিজেডে ছুরিকাঘাতে যুবক খুন, ঘটনায় জড়িত মূল হোতাসহ ২জন গ্রেপ্তার। কালের খবর রাজধানী ঢাকা শহরে কোনো ব্যাটারিচালিত রিকশা চলবে না : সড়ক পরিবহনমন্ত্রী। কালের খবর সাতক্ষীরায় দাবিকৃত চাঁদা না পেয়ে ইয়াছিন আলীকে কুপিয়ে জখম। কালের খবর সাতক্ষীরার খোলপেটুয়া নদীর বেড়িবাঁধের বালুভর্তি জিও বস্তায় ফাটল। কালের খবর শাহজাহান আবদালীর সংক্ষিপ্ত পরিচিতি। কালের খবর নিম্ন আয়ের মানুষের জন্য আবাসন প্রকল্প নিচ্ছে গণপূর্ত মন্ত্রণালয়। কালের খবর মাটিরাঙ্গার অপরাধ আখড়া রাজধানীর অভিজাত এলাকায় ( QD’S ) সিসা লাউঞ্জের নামে চলছে ব্ল্যাকমেইলসহ মাদক বাণিজ্য। কালের খবর গ্যাস সরকারি, বিল যাচ্ছে দালালের পকেটে
ব্রাহ্মণবাড়িয়ায় দুই মন্ত্রীর গণসংবর্ধনা, শহরজুড়ে সাজ সাজ রব। কালের খবর

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মন্ত্রীর গণসংবর্ধনা, শহরজুড়ে সাজ সাজ রব। কালের খবর

 

মো.ইয়াসিন আরাফাত আসিক, ব্রাহ্মণবাড়িয়া, কালের খবর : ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে দুই মন্ত্রীকে গণসংবর্ধনা দেওয়া হবে আজ শনিবার (২৭ জানুয়ারি)। ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে গণসংবর্ধনা দেওয়া হবে। একই সময়ে আখাউড়া উপজেলা চত্বরে গণসংবর্ধনা দেওয়া হবে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হককে। এই দুই অনুষ্ঠানকে কেন্দ্র করে সাজ সাজ রব জেলা সদর ও আখাউরাজুড়ে।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী সংবর্ধনাকে কেন্দ্র করে সাজানো হয়েছে পুরো ব্রাহ্মণবাড়িয়া শহর। জেলা শহরের মেড্ডা, পাইকপাড়া, কুমারশীলমোড়, টিএ রোড, কালীবাড়ী মোড়, কাউতলী এলাকার প্রতিটি রাস্তা পোস্টার, ব্যানার, ফেস্টুন, শতাধিক তোরণসহ বর্ণিল সাজে সাজানো হয়েছে। সংবর্ধনাস্থল নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামের মাঠে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার আদলে তৈরি করা হয়েছে গণসংবর্ধনার মঞ্চ। হাতির মাধ্যমে শহরজুড়ে চলানো হচ্ছে প্রচারণা-প্রচারণা। গণসংবর্ধনা শেষে স্টেডিয়ামে ব্যান্ড দল নগরবাউলের জেমস এবং লালনকন্যা খ্যাত লায়লাসহ খ্যাতিমান শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীকে সংবর্ধনা দিতে শতাধিক তোরণে সাজানো হয়েছে ব্রাহ্মণবাড়িয়া শহর (ছবি: প্রতিনিধি)

উবায়দুল মোকতাদির চৌধুরীকে গণসংবর্ধনা দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে উল্লেখ করে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে এই প্রথম পূর্ণাঙ্গ মন্ত্রী আমরা পেয়েছি। এজন্যে ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ মানুষ বঙ্গবন্ধুকন্যার প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি আমাদের কৃতি সন্তান ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে গণসংবর্ধনা দিতে যাচ্ছি।

এদিকে আইনমন্ত্রীর গণসংবর্ধনাকে কেন্দ্র করে আখাউড়া উপজেলা শহরেও অনেকটা সাজসাজ রব। উপজেলার প্রধান সড়কগুলো দলীয় নেতাকর্মীদের টানানো ব্যানার, পোস্টার এবং শতাধিক তোরণে ছেয়ে গেছে। শনিবার বিকাল ৩টার দিকে উপজেলা পরিষদ চত্বরের মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মাহাবুবুল আলম খোকন ও আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল জানান, টানা তৃতীয়বারের মতো অ্যাডভোকেট আনিসুল হককে বাংলাদেশ সরকারের আইনমন্ত্রী করা হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে বিরল। তাই প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে আইন মন্ত্রীকে গণসংবর্ধনা দেওয়া হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com