সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, কালের খবর :
আগামী৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ সফল করার আহবান জানিয়েছেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত সাড়ে ৭ টায় বিবিধ বাগিচা ১নং গেইটে
এক বর্ধিত সভায় এ আহবান জানান। এই সভার আয়োজন করে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির।
এ সময় হারুনর রশীদ মুন্না আগামী ৪ নভেম্বর জননেত্রী শেখ হাসিনার মহাসমাবেশকে স্বরনীয় করতে ৫ হাজার নেতাকর্মী উপস্থিত থাকবেন বলে ঘোষণা দেন।
যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্নার সভাপতিত্বে ও ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাউন্সিল হাজী আবুল কালাম অনুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন গেসু, ৫০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোসলে উদ্দিন মুরাদ, দনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক বাকের ও সাধারণ সম্পাদক এ কে খান জয়, ৪৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী শামীম প্রমূখ।