শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কোরবানির পশু প্রস্তুত করতে ব্যস্ত সাতক্ষীরার খামারিরা। কালের খবর চট্টগ্রামের ইপিজেডে ছুরিকাঘাতে যুবক খুন, ঘটনায় জড়িত মূল হোতাসহ ২জন গ্রেপ্তার। কালের খবর রাজধানী ঢাকা শহরে কোনো ব্যাটারিচালিত রিকশা চলবে না : সড়ক পরিবহনমন্ত্রী। কালের খবর সাতক্ষীরায় দাবিকৃত চাঁদা না পেয়ে ইয়াছিন আলীকে কুপিয়ে জখম। কালের খবর সাতক্ষীরার খোলপেটুয়া নদীর বেড়িবাঁধের বালুভর্তি জিও বস্তায় ফাটল। কালের খবর শাহজাহান আবদালীর সংক্ষিপ্ত পরিচিতি। কালের খবর নিম্ন আয়ের মানুষের জন্য আবাসন প্রকল্প নিচ্ছে গণপূর্ত মন্ত্রণালয়। কালের খবর মাটিরাঙ্গার অপরাধ আখড়া রাজধানীর অভিজাত এলাকায় ( QD’S ) সিসা লাউঞ্জের নামে চলছে ব্ল্যাকমেইলসহ মাদক বাণিজ্য। কালের খবর গ্যাস সরকারি, বিল যাচ্ছে দালালের পকেটে
কিশোরগঞ্জে এক স্কুল শিক্ষক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। কালের খবর

কিশোরগঞ্জে এক স্কুল শিক্ষক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। কালের খবর

 

আব্দুর রউফ ভূঁইয়া ব্যুরো প্রধান কিশোরগঞ্জ, কালের খবর : কিশোরগঞ্জ সদর উপজেলার দরবারপুর পশ্চিম পাড়া কোনাবাড়ি গ্রামের নোহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মোস্তাফিজুর রহমান (মানিক) (৫৫) তাঁর স্ত্রী, দুই ছেলে ও মেয়ের উপর পূর্ব শত্রুতার জের ধরে অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৭ জুলাই বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন পরিষদের নিকটে কিশোরগঞ্জ টু ভৈরব মহা সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে চৌদ্দশত ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ছাত্র,ছাত্রী, ইমাম উলামা পরিষদ ও এলাকাবাসীরা।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য প্রদান করেন, কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এডভোকেট ফারুক আহমেদ বাচ্চু, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মামুন অর রশিদ শুভ, চৌদ্দশত ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান, চৌদ্দশত ইউনিয়ন আওয়ামী লীগের ৪নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো: আজিজুল হক, চৌদ্দশত ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল্লাহ আল-মামুন জুয়েল,
নোহার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির বর্তমান সভাপতি, প্রভাষক মো: নজরুল ইসলাম সহ আরো অনেকে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মো: রেজাউল করিম রেনু মিয়া, কামাল উদ্দিন, মো: জসিম উদ্দিন,নিরব মিয়া,আবুল বাশার,আলী আকবর গত শনিবার ১৪ জুলাই সকাল ০৭ টার সময় প্রধান শিক্ষক মাওলানা মোস্তাফিজুর রহমান (মানিক) এর নিজ বাড়িতে তাঁর স্ত্রী, দুই ছেলে ও মেয়ের উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে গুরুতরভাবে রক্তাক্ত করে জখম করায় প্রশাসনের কাছে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইন গত ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানান।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com