আব্দুর রউফ ভূঁইয়া ব্যুরো প্রধান কিশোরগঞ্জ, কালের খবর : কিশোরগঞ্জ সদর উপজেলার দরবারপুর পশ্চিম পাড়া কোনাবাড়ি গ্রামের নোহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মোস্তাফিজুর রহমান (মানিক) (৫৫) তাঁর স্ত্রী, দুই ছেলে ও মেয়ের উপর পূর্ব শত্রুতার জের ধরে অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৭ জুলাই বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন পরিষদের নিকটে কিশোরগঞ্জ টু ভৈরব মহা সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে চৌদ্দশত ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ছাত্র,ছাত্রী, ইমাম উলামা পরিষদ ও এলাকাবাসীরা।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য প্রদান করেন, কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এডভোকেট ফারুক আহমেদ বাচ্চু, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মামুন অর রশিদ শুভ, চৌদ্দশত ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান, চৌদ্দশত ইউনিয়ন আওয়ামী লীগের ৪নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো: আজিজুল হক, চৌদ্দশত ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল্লাহ আল-মামুন জুয়েল,
নোহার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির বর্তমান সভাপতি, প্রভাষক মো: নজরুল ইসলাম সহ আরো অনেকে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মো: রেজাউল করিম রেনু মিয়া, কামাল উদ্দিন, মো: জসিম উদ্দিন,নিরব মিয়া,আবুল বাশার,আলী আকবর গত শনিবার ১৪ জুলাই সকাল ০৭ টার সময় প্রধান শিক্ষক মাওলানা মোস্তাফিজুর রহমান (মানিক) এর নিজ বাড়িতে তাঁর স্ত্রী, দুই ছেলে ও মেয়ের উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে গুরুতরভাবে রক্তাক্ত করে জখম করায় প্রশাসনের কাছে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইন গত ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানান।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি