সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার আলীপুরে বিএনপির বহিস্কৃত নেতা আব্দুর রউফ বিজয়ী। কালের খবর মুরাদনগরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত। কালের খবর স্বাধীন সাংবাদিকতা রক্ষায় সাংবাদিকদের নিরাপত্তা জরুরি। কালের খবর সাতক্ষীরায় চার পিচ স্বর্ণের বার সহ আটক এক। কালের খবর সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই। কালের খবর তারুণ্যের অহংকার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবিদ হাসান রুবেল নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। কালের খবর এক দফার আন্দোলনকে ব্যর্থ করতে বর্তমান যুবদল সরকারের সাথে আঁতাত করেছিল : অভিযোগ সাবেক নেতাদের। কালের খবর রোববার ৫ নির্দেশনায় খুলছে স্কুল-কলেজ, , বন্ধ থাকবে প্রাক-প্রাথমিক। কালের খবর সিরাজগঞ্জে খিরা চাষে লাভবান কৃষক, খিরা যাচ্ছে সারাদেশে। কালের খবর তীব্র গরমে পথচারীদের সুপেয় পানি সরবরাহ করছে ফায়ার সার্ভিস। কালের খবর
যশোরে ১৬ হাজার ৮০ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের সম্ভবনা। কালের খবর

যশোরে ১৬ হাজার ৮০ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের সম্ভবনা। কালের খবর

যশোর প্রতিনিধি, কালের খবর, কালের খবর :

যশোরে এবার ১৬ হাজার ৮০ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের সম্ভবনা রয়েছে। চলতি ২০২২-২৩ অর্থবছরে এ জেলায় পেঁয়াজ আবাদ করা হয়েছে এক হাজার ৩৪০ হেক্টর জমিতে। গত বছর আবাদ হয়েছিল এক হাজার ৪৭০ হেক্টর জমিতে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অফিস মতে, জেলায় সবচেয়ে বেশি পেঁয়াজের আবাদ করা হয়েছে মণিরামপুরে ৩৫০ হেক্টর জমিতে। আর কম আবাদ হয়েছে অভয়নগরে মাত্র ১২ হেক্টর জমিতে। এছাড়া সদর উপজেলায় পেঁয়াজ আবাদ করা হয়েছে ১৩৬ হেক্টর, শার্শায় ১৮৫ হেক্টর, ঝিকরগাছায় ১৮৫ হেক্টর, চৌগাছায় ৩২০ হেক্টর, বাঘারাপাড়ায় ৩২ হেক্টর এবং কেশবপুর উপজেলায় পেঁয়াজের আবাদ করা হয়েছে ৭৫ হেক্টর জমিতে।

যশোর সদরের সাতমাইল এলাকার কৃষক ইসমাইল হোসেন জানান, এবার তিনি ৩ বিঘা জমিতে পেঁয়াজের আবাদ করেছেন। আগামী মাসের শুরুতে তিনি পেঁয়াজ বাজারে তুলবেন। তিনি বলেন, বর্তমান বাজারে পেঁয়াজের যে দাম যাচ্ছে তাতে আমাদের লাভ হবে বলে মনে হচ্ছে না। তারপরও আমদানি বন্ধ হওয়ায় ভালো দামের আশা করছি।

বেনাপোল বন্দর সূত্রে জানা গেছে, চাষিদের উৎপাদিত পেঁয়াজের ন্যায্য দাম নিশ্চিত করতে গত ১৬ মার্চ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করেছে সরকার। এতে করে বন্ধ হয়ে যায় বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি। সরকার ইমপোর্ট পারমিট না দেওয়ায় ভারতীয় পেঁয়াজ আর আসছেনা। সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের ভারপ্রাপ্ত উপপরিচালক সুশান্ত কুমার তরফদার জানান, জেলায় এবার গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ করা হয়েছে এক হাজার ৩৪০ হেক্টর জমিতে। ফলন ভালো হয়েছে। চলতি মাসের শেষের দিকে এসব পেঁয়াজ বাজারে পাওয়া যাবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com