সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার আলীপুরে বিএনপির বহিস্কৃত নেতা আব্দুর রউফ বিজয়ী। কালের খবর মুরাদনগরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত। কালের খবর স্বাধীন সাংবাদিকতা রক্ষায় সাংবাদিকদের নিরাপত্তা জরুরি। কালের খবর সাতক্ষীরায় চার পিচ স্বর্ণের বার সহ আটক এক। কালের খবর সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই। কালের খবর তারুণ্যের অহংকার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবিদ হাসান রুবেল নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। কালের খবর এক দফার আন্দোলনকে ব্যর্থ করতে বর্তমান যুবদল সরকারের সাথে আঁতাত করেছিল : অভিযোগ সাবেক নেতাদের। কালের খবর রোববার ৫ নির্দেশনায় খুলছে স্কুল-কলেজ, , বন্ধ থাকবে প্রাক-প্রাথমিক। কালের খবর সিরাজগঞ্জে খিরা চাষে লাভবান কৃষক, খিরা যাচ্ছে সারাদেশে। কালের খবর তীব্র গরমে পথচারীদের সুপেয় পানি সরবরাহ করছে ফায়ার সার্ভিস। কালের খবর
গ্রাহক পর্যায়ে অর্থনৈতিক সংকট চেক লেনদেন কমেছে যশোরের ব্যাংকগুলোতে। কালের খবর

গ্রাহক পর্যায়ে অর্থনৈতিক সংকট চেক লেনদেন কমেছে যশোরের ব্যাংকগুলোতে। কালের খবর

যশোর প্রতিনিধি, কালের খবর : 

অর্থনৈতিক লেনদেনের প্রায় অর্ধেক এখনো চেক নির্ভর। গত নভেম্বরের তুলনায় ডিসেম্বরে ব্যাংকে চেকের মাধ্যমে লেনদেন কমেছে ১৩ শতাংশেরও বেশি। লেনদেন হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৩৯৮ কোটি টাকা। এটি গত চার বছরের মধ্যে ডিসেম্বরে সর্বনিম্ন লেনদেন। যার প্রভাব যশোরের সরকারি বেসরকারি ব্যাংকগুলোতেও পড়েছে। অর্থনৈতিক সংকটের প্রভাবেই চেকের মাধ্যমে লেনদেন কমে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র মতে,১৮ লাখ ১ হাজার ৩৮৪টি চেক জমা হয়েছে। এসব চেকের মাধ্যমে লেনদেন হওয়া অর্থের পরিমাণ ছিল ১ লাখ ৯৭ হাজার ৩৯৮ কোটি টাকা। যদিও নভেম্বরে ব্যাংক খাতে ১৯ লাখ ৪৩ হাজার ৮৮৯টি চেক জমা হয়েছিল। ওই মাসে চেকের মাধ্যমে লেনদেন হয়েছিল ২ লাখ ২৭ হাজার ৫৭৪ কোটি টাকা। এ হিসাবে এক মাসের ব্যবধানে ব্যাংকে চেকের মাধ্যমে ৩০ হাজার ১৭৫ কোটি টাকা লেনদেন কমেছে। লেনদেন কমার হার ১৩ দশমিক ২৬ শতাংশ।
শুধু নভেম্বরের তুলনাই নয়, বরং গত ডিসেম্বরে চেকের মাধ্যমে যে পরিমাণ অর্থ লেনদেন হয়েছে, সেটি আগের চার বছরের যেকোনো ডিসেম্বরের মধ্যেও সর্বনিম্ন। ২০২১ সালের ডিসেম্বরে ব্যাংকে চেক জমা হয়েছিল ১৯ লাখ ৪৭ হাজার ৭৬৯টি। এসব চেকের মাধ্যমে ২ লাখ ৩৩ হাজার ৭৯১ কোটি টাকা লেনদেন হয়েছিল। সে হিসাবে আগের বছরের ডিসেম্বরের তুলনায় গত ডিসেম্বরে ব্যাংকে ১ লাখ ৪৬ হাজার ৩৮৫টি চেক কম জমা পড়েছে। চেকের মাধ্যমে অর্থ লেনদেন কম হয়েছে ৩৬ হাজার ৩৯৩ কোটি টাকার।
এমন পরিস্থিতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে লেনদেন বাড়ার কথা। কিন্তু বাংলাদেশ ব্যাংকের তথ্য সেটি বলছে না। গত বছরের নভেম্বরের তুলনায় ডিসেম্বরে ইএফটির মাধ্যমেও লেনদেন কমেছে। লেনদেন কমেছে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা এজেন্ট ব্যাংকিংয়েও। তবে ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থের লেনদেন সামান্য বেড়েছে।
চেকের মাধ্যমে ব্যাংকে অর্থের লেনদেন কমে যাওয়া অর্থনৈতিক সংকটের ইঙ্গিত বলে মনে করেন ইস্টার্ন ব্যাংক যশোর শাখার ব্যবস্থাপক আবদুল হক।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com