বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৪:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা। কালের খবর সাতক্ষীরায় মহান মে দিবস উপলক্ষে র‍্যালী। কালের খবর সাতক্ষীরার আলীপুরে বিএনপির বহিস্কৃত নেতা আব্দুর রউফ বিজয়ী। কালের খবর উপজেলা নির্বাচনে রায়পুরা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দুলুর প্রার্থীতা ঘোষণা। কালের খবর কক্সবাজারে স্পা’র আড়ালে অনৈতিক কর্মকাণ্ড। কালের খবর ডেমরায় পরিবহনে চাঁদা আদায়, গ্রেফতার ৩ চাঁদাবাজ। কালের খবর রেলের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানান যাত্রী কল্যাণ সমিতি। কালের খবর দিনাজপুরে বাঁশ ফুলের চাল তৈরি করে বিস্ময় সৃষ্টি করেছেন সাঞ্জু রায়। কালের খবর প্রবীণ সাংবাদিক জিয়াউল হক জিয়া আর নেই। কালের খবর ছবি তোলার অপরাধে সাংবাদিক গ্রেফতার, অত:পর মুক্তি। কালের খবর
গ্রাহক পর্যায়ে অর্থনৈতিক সংকট চেক লেনদেন কমেছে যশোরের ব্যাংকগুলোতে। কালের খবর

গ্রাহক পর্যায়ে অর্থনৈতিক সংকট চেক লেনদেন কমেছে যশোরের ব্যাংকগুলোতে। কালের খবর

যশোর প্রতিনিধি, কালের খবর : 

অর্থনৈতিক লেনদেনের প্রায় অর্ধেক এখনো চেক নির্ভর। গত নভেম্বরের তুলনায় ডিসেম্বরে ব্যাংকে চেকের মাধ্যমে লেনদেন কমেছে ১৩ শতাংশেরও বেশি। লেনদেন হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৩৯৮ কোটি টাকা। এটি গত চার বছরের মধ্যে ডিসেম্বরে সর্বনিম্ন লেনদেন। যার প্রভাব যশোরের সরকারি বেসরকারি ব্যাংকগুলোতেও পড়েছে। অর্থনৈতিক সংকটের প্রভাবেই চেকের মাধ্যমে লেনদেন কমে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র মতে,১৮ লাখ ১ হাজার ৩৮৪টি চেক জমা হয়েছে। এসব চেকের মাধ্যমে লেনদেন হওয়া অর্থের পরিমাণ ছিল ১ লাখ ৯৭ হাজার ৩৯৮ কোটি টাকা। যদিও নভেম্বরে ব্যাংক খাতে ১৯ লাখ ৪৩ হাজার ৮৮৯টি চেক জমা হয়েছিল। ওই মাসে চেকের মাধ্যমে লেনদেন হয়েছিল ২ লাখ ২৭ হাজার ৫৭৪ কোটি টাকা। এ হিসাবে এক মাসের ব্যবধানে ব্যাংকে চেকের মাধ্যমে ৩০ হাজার ১৭৫ কোটি টাকা লেনদেন কমেছে। লেনদেন কমার হার ১৩ দশমিক ২৬ শতাংশ।
শুধু নভেম্বরের তুলনাই নয়, বরং গত ডিসেম্বরে চেকের মাধ্যমে যে পরিমাণ অর্থ লেনদেন হয়েছে, সেটি আগের চার বছরের যেকোনো ডিসেম্বরের মধ্যেও সর্বনিম্ন। ২০২১ সালের ডিসেম্বরে ব্যাংকে চেক জমা হয়েছিল ১৯ লাখ ৪৭ হাজার ৭৬৯টি। এসব চেকের মাধ্যমে ২ লাখ ৩৩ হাজার ৭৯১ কোটি টাকা লেনদেন হয়েছিল। সে হিসাবে আগের বছরের ডিসেম্বরের তুলনায় গত ডিসেম্বরে ব্যাংকে ১ লাখ ৪৬ হাজার ৩৮৫টি চেক কম জমা পড়েছে। চেকের মাধ্যমে অর্থ লেনদেন কম হয়েছে ৩৬ হাজার ৩৯৩ কোটি টাকার।
এমন পরিস্থিতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে লেনদেন বাড়ার কথা। কিন্তু বাংলাদেশ ব্যাংকের তথ্য সেটি বলছে না। গত বছরের নভেম্বরের তুলনায় ডিসেম্বরে ইএফটির মাধ্যমেও লেনদেন কমেছে। লেনদেন কমেছে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা এজেন্ট ব্যাংকিংয়েও। তবে ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থের লেনদেন সামান্য বেড়েছে।
চেকের মাধ্যমে ব্যাংকে অর্থের লেনদেন কমে যাওয়া অর্থনৈতিক সংকটের ইঙ্গিত বলে মনে করেন ইস্টার্ন ব্যাংক যশোর শাখার ব্যবস্থাপক আবদুল হক।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com