সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০১ পূর্বাহ্ন
এম আই ফারুক আহমেদ, কালের খবর : বাংলাদেশ কৃষক ফেডারেশন ও রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের আয়োজনে ২৩ জানুয়ারি ২০২৩,দুপুর ১২ টায়, সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ২৭/১১/১-এ তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০ থেকে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বসবাসরত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে নেতৃত্ব দেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি কমরেড বদরুল আলম ও সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি শ্রমিক ও নারী নেত্রী লাভলী ইয়াসমিন, গার্মেন্টস নেতা রহিম বাদশা ও রুপালী আক্তার, বাংলাদেশ কিষাণী সভার প্রচার সম্পাদক আশা মণি, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সহ-সভাপতি রেহেনা বেগম ও দপ্তর সম্পাদক পলাশ হোসেন, বাংলাদেশ কৃষক ফেডারেশন ঢাকা মহানগর কমিটির সভাপতি শাহাবুদ্দিন মাতুব্বর ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, শ্রমিক নেতা মোঃ হানিফ, রিয়াজুল, মোঃ ছিদ্দিক, ছাত্র নেতা মাসুদ পারভেজ ও কে এম মহিউদ্দিন হেলালী প্রমূখ।
বক্তারা দেশের উত্তরাঞ্চল, চরাঞ্চল, হাওড়, পাহাড়সহ পশ্চাৎপদ জনপদে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য সরকার, দানশীল, দেশপ্রেমিক ও মানবহিতৈষীদের প্রতি এগিয়ে আসার আহবান জানান।