মহান বিজয় দিবস উপলক্ষ্যে দৈনিক কালের খবর পত্রিকার পক্ষে দেশের সাংবাদিকসহ সর্বস্তরের জনগণকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন-সাংবাদিক এম আই ফারুক আহমেদ।
তিনি ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ শহীদ ও রণাঙ্গনের যুদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধাসহ দেশের সাংবাদিকসহ সর্বস্তরের জনগণকে জানান, প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। সাংবাদিক এম আই ফারুক বলেন বিশ্বে আমরাই একমাত্র জাতি যারা মাত্র নয় মাস যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করতে পেরেছি। মহান মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ফলেই আমাদের বিজয় এত দ্রুত অর্জন করতে সম্ভব হয়েছে। তাই আমাদের স্বাধীনতা অনেক ত্যাগ ও দাম দিয়ে কেনা।
সাংবাদিক এম আই ফারুক আরো বলেন, এখন আমাদের সকলে সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ হয়ে মাদক, সন্ত্রাস, দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্রতা মুক্ত একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে সকলে একসাথে কাজ করতে হবে।