রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭ অপরাহ্ন
কালের খবর ডেস্ক :
একুশে বইমেলায় সাংবাদিক-লেখক তৌহিদুর রহমানের উপন্যাস ‘অলৌকিক বাঁশি’ প্রকাশিত হয়েছে। বিদ্রোহী কবি নজরুলের প্রেমের ওপর সত্য ঘটনা নিয়ে উপন্যাসটি রচিত। যাতে উঠে এসেছে নার্গিস, প্রমীলা ও ফজিলতুন্নেসার সঙ্গে কবির প্রেমের কাহিনী।
উপন্যাসটি প্রকাশ করেছে বেহুলাবাংলা (স্টল ১৭৩-১৭৪)।
সাংবাদিক তৌহিদুর রহমান নিয়মিত বিভিন্ন পত্রিকায় গল্প, উপন্যাস ও ভ্রমণকাহিনী লেখেন। এর আগে তার উপন্যাস ‘শঙ্খচিলের মৃত্যুদৃশ্যের পর’ ‘নীল যমুনার জলে’ প্রকাশিত হয়েছে। শিল্প সমালোচনা নিয়ে লিখেছেন ‘মোনালিসা একটি ছবির নাম’। তার ছোট গল্পের বই ‘জোছনায় অন্ধ যুবক’। লিখেছেন জার্মানির ওপর ভ্রমণ কাহিনী ‘ব্রান্দেনবার্গ গেট’। তৌহিদুর রহমান দৈনিক জনকণ্ঠের কূটনৈতিক রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি দৈনিক সংবাদ, আমাদের সময়সহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন।
কালের খবর/১৬/২/১৮