বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৪:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা। কালের খবর সাতক্ষীরায় মহান মে দিবস উপলক্ষে র‍্যালী। কালের খবর সাতক্ষীরার আলীপুরে বিএনপির বহিস্কৃত নেতা আব্দুর রউফ বিজয়ী। কালের খবর উপজেলা নির্বাচনে রায়পুরা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দুলুর প্রার্থীতা ঘোষণা। কালের খবর কক্সবাজারে স্পা’র আড়ালে অনৈতিক কর্মকাণ্ড। কালের খবর ডেমরায় পরিবহনে চাঁদা আদায়, গ্রেফতার ৩ চাঁদাবাজ। কালের খবর রেলের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানান যাত্রী কল্যাণ সমিতি। কালের খবর দিনাজপুরে বাঁশ ফুলের চাল তৈরি করে বিস্ময় সৃষ্টি করেছেন সাঞ্জু রায়। কালের খবর প্রবীণ সাংবাদিক জিয়াউল হক জিয়া আর নেই। কালের খবর ছবি তোলার অপরাধে সাংবাদিক গ্রেফতার, অত:পর মুক্তি। কালের খবর
কুষ্টিয়ার কবুরহাটে রাতের আধারে তিন ভাইয়ের বসতবাড়ি আগুনে পুড়ে ছাই ! কালের খবর

কুষ্টিয়ার কবুরহাটে রাতের আধারে তিন ভাইয়ের বসতবাড়ি আগুনে পুড়ে ছাই ! কালের খবর

মোঃ ইসমাঈল হুসাইন কুষ্টিয়া প্রতিনিধি, কালের খবর : কুষ্টিয়া কবুরহাট-দোস্তপাড়ায় তিন ভাইয়ের বসতবাড়িতে ১৫ নভেম্বর অগ্নিকাণ্ডে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। সব হারিয়ে এখন নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে তিন পরিবার।

গতকাল রাত ১০ টার দিকে কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট-দোস্তপাড়ায় মোহাম্মদ আলীর তিন ছেলে মোফাজ্জল, করম ও আনিসের বসত বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডে তিন পরিবারের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানান পরিবারের সদস্যরা।

পরিবারের সদস্যরা জানান, রাত সাড়ে ১০ টার দিকে হটাৎ করে আগুল লেগে যায়, এ সময় পরিবারের সদস্যরা আতংকিত হয়ে শুধু মাত্র শরীরের থাকা এক কাপড়ে দৌড়ে বাড়ি থেকে বেড়িয়ে যায়। খবর দেয়া হয় কুষ্টিয়া ফেয়ার সার্ভিসে। ফায়ার সার্ভিসের কর্মিরা পৌছানোর আগেই এক ঘর থেকে আরেক ঘরে ছড়িয়ে পড়ে আগুন। মুহুর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় ৪ টি টিনের ঘর ও ঘরে থাকা আসবাবপত্রসহ অন্যান্য মালামাল।

স্থানীয়রা জানান, টিনের ঘর এবং ঘরের বেড়াও টিনের থাকায় আগুনের ভয়াবাহ লেলিহান শিখায় কেউ ভয়ে আগুন নিভানোর কাজে এগিয়ে যেতে খুব একটা সাহস দেখায়নি। তবে সঠিক সময়ে ফায়ার সার্ভিস এসে পৌছালে ক্ষয়ক্ষতির পরিমান কম হতো। বেশ কিছু সময় পরে ফায়ার সার্ভিসের কর্মিরা পৌছায় ও স্থানীয় সকলের সহযোগিতায় প্রায় ২ ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এর আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের।

এদিকে আগুনে পুড়ে বসত বাড়ি ছাই হয়ে যাওয়ায় তিনটি পরিবারের সদস্যরা এখন খোলা আকাশের নীচে অবস্থান করছে। তাদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার প্রধান বর্গ এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com