শনিবার, ০৪ মে ২০২৪, ০৫:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান তারুণ্যের অহংকার আবিদ হাসান রুবেল। কালের খবর কক্সবাজারে সাইফুল বাহিনীর প্রধান গ্রেপ্তার। কালের খবর তাড়াশে ইরি বোরো ধান কাটা শুরু। কালের খবর কাজ করতে গিয়ে বাড়িতে ফিরলো শ্রমিকের লাশ!। কালের খবর কুষ্টিয়ায় পানি সংকটে খাদ্য উৎপাদনে বিপর্যয়ের শঙ্কা। কালের খবর ডেমরায় ৬৭ নং ওয়ার্ডের মেহনতি মানুষের মাঝে খাবার পানি, স্যালাইন বিতরণ করেন জননেতা তৌফিকুর রহমান শাওন। কালের খবর যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা। কালের খবর সাতক্ষীরায় মহান মে দিবস উপলক্ষে র‍্যালী। কালের খবর সাতক্ষীরার আলীপুরে বিএনপির বহিস্কৃত নেতা আব্দুর রউফ বিজয়ী। কালের খবর উপজেলা নির্বাচনে রায়পুরা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দুলুর প্রার্থীতা ঘোষণা। কালের খবর
আড়াইহাজারে সন্ত্রাসীরা প্রকাশ্যে মার্কেট দখল

আড়াইহাজারে সন্ত্রাসীরা প্রকাশ্যে মার্কেট দখল

কালের খবর প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে সন্ত্রাসীরা প্রকাশ্যে দোকানদের হুমকি দিয়ে মার্কেট দখল করে নিয়েছে। প্রভাবশালী হওয়ার কারণে সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছেনা মার্কেটের দোকান মালিকরা।

অভিযোগে জানা গেছে, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী মোড় বাজারে কলিমউদ্দিন হাজী মার্কেটে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা দোকানদারদের বের করে দিয়ে মার্কেটটি দখল করে ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয়।

কলিমউদ্দিন হাজী মার্কেটের মালিক আক্তার ভূঁইয়া জানান, ১৯৯৯ সালে তার চাচাতো মামা আলমগীরের কাছ থেকে তার মা রাহেলা বেগম কল্যান্দী মোড় সংলগ্ন ১৪ শতাংশ ডোবা ক্রয় সূত্রে মালিক হন। ওই বছরই ডোবাটি মাটি ভরাট করে মার্কেট নির্মাণ করে ব্যবসা করে আসছেন তারা। গত কয়েক বছর যাবৎ এলাকার চাঁদাবাজ মোমেন, দাইয়ান, জাহাঙ্গীর, নিলয়সহ ৮/১০ জন মিলে আক্তার ভূঁইয়ার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। তাদের দাবি মতো চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা এ পর্যন্ত ৫ বার এ মার্কেটটিতে হামলা চালিয়ে জোর করে বন্ধ করে দেয়।

আক্তার ভূঁইয়া  জানান, সন্ত্রাসীদের বিরুদ্ধে এ পর্যন্ত থানায় ৩টি মামলা করা হয়েছে। সম্প্রতি সন্ত্রাসীরা মামলাগুলো তুলে নেয়ার জন্য বাদী পক্ষকে হুমকি দিয়ে আসছে।

সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা তুলে না নেয়ায় সন্ত্রাসীরা গত ১০ ফেব্রুয়ারি সকালে দোকানদারদের বের করে দিয়ে মার্কেটটি জোর করে দখল করে নেয়। পরবর্তীতে থানায় অভিযোগ দিলে পুলিশ ৫ দিন পর বৃহস্পতিবার মার্কেটটি দখল মুক্ত করে। সন্ত্রাসীরা প্রভাবশালী হওয়ায় চাঁদা না দিলে আবারো মার্কেট দখল করে লুটপাট চালাবে বলে হুমকি দিচ্ছে বলে মার্কেট মালিক আক্তার ভূঁইয়া অভিযোগ করেন।

মার্কেটের ঔষধ ব্যবসায়ী আলামিন জানান, এ মার্কেটের ২টি জুয়েলারী, কাপড়, ঔষধসহ ১২টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সন্ত্রাসীদের হুমকির কারণে প্রায়ই মার্কেটের ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ রাখতে বাধ্য হচ্ছে।

অভিযুক্ত দাইয়ান জানান, মার্কেটে তার পৈত্রিক সম্পত্তি রয়েছে। তাই মার্কেটটি তাদের দখলে নেয়ার চেষ্টা করেছি মাত্র।

আড়াইহাজার থানার ওসি এম.এ হক জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ মার্কেটের দোকানগুলো খুলে দোকানদারদের বুঝিয়ে দেয়া হয়েছে। তবে থানায় কোনো মামলা হয়নি।

কালের খবর/১৬/২/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com