সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আমাকে ও আমার মেয়েদের কুপ্রস্তাব দেয় রাজ্জাক। কালের খবর কল্যাণমুখী রাষ্ট্র গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। কালের খবর ঈশ্বরগঞ্জে কালভার নির্মাণে অনিয়মের অভিযোগ। কালের খবর চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি। কালের খবর জুলাই-আগষ্টে শহীদদের ছাড়া আর কারো প্রতি দায়বদ্ধতা নেই। কালের খবর পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনাময় অর্থকরী ফসল কাসাভা। কালের খবর চবি এক্স স্টুডেন্টস ক্লাব ঢাকা এর সভাপতি ব্যারিস্টার ফারুকী এবং সাধারণ সম্পাদক জিএম ফারুক স্বপন নির্বাচিত। কালের খবর মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন। কালের খবর সীতাকুণ্ড হবে বাংলাদেশের অন্যতম মডেল উপজেলা : আনোয়ার সিদ্দিক চৌধুরী। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর
দৃষ্টি প্রতিবন্ধি কুরআনের হাফেজ মাওলানা মোঃ সাজিদুল ইসলাম বাঁচতে চায়। কালের খবর

দৃষ্টি প্রতিবন্ধি কুরআনের হাফেজ মাওলানা মোঃ সাজিদুল ইসলাম বাঁচতে চায়। কালের খবর

মোঃ মুন্না হুসাইন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : সিরাজগঞ্জ জেলা তাড়াশ থানা আন্তগত নওগাঁ ইউনিয়নে মহেশরৌহালী গ্রামে মোঃ মুজিবরের ফকিরের ছেলে মোঃ সাজিদুল ইসলাম জম্মের পর থেকেই পৃথিবী কেমন সে দেখতে পায়নি। আট দশ জন ছেলেদের মত সে হাসি খুশি ভাবে বেড়ে উঠতে পারেনি তাঁর বয়স যখন ৮ তখন তাকে দেখে সবাই এরিয়ে চলত এমন কি অন্ধ কানা বলে ধ্বিতকার দিত। সে বাড়িতে কিংবা রাস্তার পাস্বে বসে দু চোখের পানি ফেলে অঝরে কাঁদত তাঁর চোখের পানি দেখে কাঁদত জঙ্গালের পশু পাখি কিত্মু কাঁদত না এ সমাজের হিংসুটে মানুষ নামের অমানুষ গুলো বলেন তার বাবা মুজিবুর।

এসব কিছু দেখে মা বাবা সহ‍য‍্যো করতে না পেরে সাজিদুল ইসলামকে হাফিজিয়া মাদ্রাসাতে ভর্তি করে দিলেন এবং তিনি পড়াশোনা শুরু করলেন কিত্মু তার পড়াশোনার বিষয় টা ছিল ভিন্ন। শিক্ষক পড়া বলতেন আর সাজিদুল ইসলাম শুনতে আর মাথার মধ‍্যে রের্কড করে রাখতেন মহা আল্লাহকে ধন‍্যবাদ জানাই যে তিনি অসিম দয়ালু ও মহাজ্ঞানী তাকে এমন সরল শক্তি দিয়ে ছিলেন তিনি যা শুনতেন তাই তিনি মুখস্ত করে ফেলতেন। এমনি করে তার পড়াশোনার জীবন শুরু দেখতে দেখতে প্রায় ১০ বছর পড়া শোনা করার পর এখন তিনি সেই মহান আল্লাহর অসিম দয়ায় পূর্নঙ্গ ৩০ পারা কুরআনের হাফিজ।

সুবহাল্লাহ আল্লাহ তাঁহাকে হেফাজত করুন তিনি এমনি একজন হাফেজ আপনি কুরআনের যে কোন জায়গা থেকে তেলাওয়া করলে সে বলে দিতে পারে। কিত্নু এখনও পর্যত্ন সাজিদুলের ভাগ‍্যর কো পরিবর্তন হয়নি যে কোন জায়গায় ইমামতি করার জন‍্য আবেদন করলে তাহাকে কোন চাকরী দেওয়া হয় না কারন এই ঘুনেধরা সমাজের লোকজন বলে অন্ধের পিছনে নামাজ চলে না কিন্তু ওয়াক্তের নামাজ অন্ধের পিছনে পরে এসমাজের গন‍্যমান‍্য ব‍্যত্তিরা। এমন কি বাংলাদেশের আলেম ওলামাদের কাছে কোন সহ যোগিতা পায় নি বলেন মোঃ তোফায়েল ইসলাম আপনাদের কাছে একটি উদাহরণ দেব যেমন তিনি বলেছিলেন বত্তা আব্দুল খালেখ শরিয়াত পুরীর কাছে বলেছিলেন হুজুর আমাকে যদি আপনার কিছু মাহফিলে পরিচিত করে দিতেন তাহলে আমার দু বেলা দু মুটো পেট পুরে ভাত খেতে পারতাম জবাবে শরিয়াত পুরী বলে ছিল অন‍্য জায়গায় ঝামেলা কর আমার কাছে ফোন দিবি না।

এসব আলেমদের কি করা দরকার আপনাদের কাছে এ সমাজেের মানুষের প্রশ্ন। আবার মোঃ মুন্না হুসাইন বলেন আপনারা তাহার ভক্ত হতে পারেন সেই ব‍্যক্তি হচ্ছেন আর কেউ না তিনি হলেন রসুলপুরী মানুষ বলে পীর সাহেব অন্ধ সাজিদু বলেছিলেন হুজুর সাহেব আপনার মাদ্রসার আমি ভর্তি হতে চাই হুজুর আমি বাঁচতে চাই আমিও আপনার মত একজন আল্লাহর গোলাম আপনারো আল্লাহ দু চোখ দেয় নাই,আমাকেও দেয় নাই, তাই হুজুর আপনার মাদ্রাসায় আমাকে একটু সুযোগ দেন হুজুর তাঁহার পরিপ্রেক্ষিতে রসুল পুরী কি বলে ছিলেন জানেন আমার মাদ্রাসায় কোন আন্ধকে ভর্তি করানো হয় না।

মোঃ তালেপ হোসেন বলেন আজ পৃথিবী কোথায় আল্লা তুমি এই জমিনকে ধ্বংশ করে দিচ্ছো না কেন যেখানে একজন অন্ধ অন্ধকে দেখে না একজন দুঃখী দুঃখীকে দেখেনা কেন তুমি এখনোও এই পৃথিবীকে রেখোছ তোমার কাছে আমার প্রশ্ন,তাহলে এই বাংলাদেশের সমস্ত জ্ঞানী,গুনী, এমপি,মুন্ত্রী,এবং সর্ব শেষে সরকারের কাছে আমার প্রশ্ন অন্ধ হাফেজ সাজিদুল ইসলাম বাঁচবে কি বাঁচবে না। বাংলাদেশের সকল মানুষের কাছে আন্ধ হাফেজ সাজিদুল ইসলামের আবেদন আমাকে বাঁচার সুজগ করে দিন আমাকে সাহায্য সহযোগিতা করার বিক‍্যাস নম্বরঃ 01733596055,।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com