মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সীতাকুণ্ডে জামায়াত নেতার ওপর হামলা, প্রতিবাদে মিছিল সমাবেশ। কালের খবর আমাকে ও আমার মেয়েদের কুপ্রস্তাব দেয় রাজ্জাক। কালের খবর কল্যাণমুখী রাষ্ট্র গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। কালের খবর ঈশ্বরগঞ্জে কালভার নির্মাণে অনিয়মের অভিযোগ। কালের খবর চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি। কালের খবর জুলাই-আগষ্টে শহীদদের ছাড়া আর কারো প্রতি দায়বদ্ধতা নেই। কালের খবর পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনাময় অর্থকরী ফসল কাসাভা। কালের খবর চবি এক্স স্টুডেন্টস ক্লাব ঢাকা এর সভাপতি ব্যারিস্টার ফারুকী এবং সাধারণ সম্পাদক জিএম ফারুক স্বপন নির্বাচিত। কালের খবর মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন। কালের খবর সীতাকুণ্ড হবে বাংলাদেশের অন্যতম মডেল উপজেলা : আনোয়ার সিদ্দিক চৌধুরী। কালের খবর
নাটাবের আজীবন সদস্য হলেন সিনিয়র  সাংবাদিক রবিন। কালের খবর

নাটাবের আজীবন সদস্য হলেন সিনিয়র  সাংবাদিক রবিন। কালের খবর

কালের খবর ডেস্ক :

বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতির (নাটাব) আজীবন সদস্য হলেন সিনিয়র সাংবাদিক, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন। বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোথ সমিতির (নাটাব)’র সেক্রেটারী জেনারেল খায়ের উদ্দিন  স্বাক্ষরিত  চিঠি ৬ সেপ্টেম্বর হাতে পেয়েছেন তিনি।

চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়  যক্ষা নিরোধ সমিতি (নাটাব)’র কেন্দ্রীয় কার্য নির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক আপনাকে নাটাবের আজীবন সদস্য করার প্রস্তাব করলে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং নাটাবের সর্বপ্রকার কার্যক্রমে আপনার পূর্ণ সহযোগিতা কামনা করছি।এদিকে নাটাবের আজীবন সদস্য করায় সাংবাদিক রবিন নাটাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সিনিয়র সাংবাদিক বিল্লাল হোসেন রবিন জাতীয় সংগঠন নাটাবের আজীবন সদস্য পদ পাওয়ায় দৈনিক কালের খবর পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভ কামনা। এ প্রতিভাবান সিনিয়র সাংবাদিক তার কর্মদক্ষতা দিয়ে আলোকিত মানুষ হিসেবে আরো অনেকদূর  এগিয়ে যাবেন এমন প্রত্যাশা সকলের।

উল্লেখ্য, সিনিয়র  সাংবাদিক বিল্লাল  হোসেন রবিন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের কার্য নির্বাহী পরিষদের সদস্য, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন’র নারায়ণগঞ্জ শাখার উপদেষ্টা, শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত লাল সবুজ উন্নয়ন সংঘ, নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রধান উপদেষ্টা, সিদ্ধিরগঞ্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের সঙ্গে জড়িত।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com