চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক- লায়ন নজরুল ইসলাম সিকদার, ডিরেক্টর হসপিটাল/সিইও- ব্রিগেডিয়ার জেনারেল (ডাঃ) এ কে এম নাসির উদ্দিন (অবঃ), এমফিল, এমপিএইচ, এমবিবিএস এবং বেপজা সদস্য (ইঞ্জিনিয়ারিং)- মোহাম্মদ ফারুক আলম, আদমজী ইপিজেড এর এক্সিকিউটিভ ডিরেক্টর- মোঃ আহসান কবির, সহকারি এক্সিকিউটিভ ডিরেক্টর- খন্দকার তারিকুল ইসলাম, ডিরেক্টর- আফরোজা ইয়াসমিন, ডিরেক্টর- মোঃ খালেদ মাহমুদ, সিনিয়র মেডিকেল অফিসার- মোঃ বেলায়েত হোসেনসহ উধ্বর্তন কর্মকর্তারা।
এছাড়াও প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিমিটেড এর ডেপুটি জেনারেল ম্যানেজার ও হেড অব সেলস এন্ড মার্কেটিং- রিয়াজুল মাহমুদ রিয়াজ, হসপিটাল ম্যানেজার- মোঃ রাশিদুল ইসলাম। আদমজী ইপিজেড কর্তৃপক্ষ প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটালের সঙ্গে কর্পোরেট চুক্তি সম্পাদনকে উন্নত ও সময় উপযোগী স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি বলিষ্ঠ পদক্ষেপ হিসাবে বর্ণনা করেন।
প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটালের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও ডিরেক্টর হসপিটাল/সিইও সকল কর্মচারী/কর্মচারীদের দ্রুত ও উন্নত চিকিৎসা সেবা প্রদান নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।