রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:২৪ অপরাহ্ন
কালের খবর :
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ২২টি দেশের জাতীয় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিদের অংশগ্রহণে কক্সবাজারে আজ মঙ্গলবার শুরু হচ্ছে তিন দিনের পার্টনারশিপ মিটিং।
একটি রিসোর্টে সন্ধ্যায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার।
বক্তব্য দেবেন ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত এমপি, কক্সবাজার জেলা পরিষদ ও রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মোশতাক আহমেদ চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিসহ আমেরিকা, ব্রিটেন, জার্মানি, সুইজারল্যান্ড, কানাডা, সুইডেন, হংকং, জাপান, কাতার, তুরস্ক, ইরান, ইতালি ও অস্ট্রেলিয়ার জাতীয় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করছেন।
অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিরা সকালে রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতাল পরিদর্শনসহ কক্সবাজারে মিয়ানমার থেকে আসা জনগণের সহায়তায় পরিচালিত পপুলেশন মুভমেন্ট অপারেশনের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখবেন এবং উপকারভোগীদের সঙ্গে ও সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। সংবাদ বিজ্ঞপ্তি।
কালের খবর/১৩/২১৮