রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:০৯ অপরাহ্ন
মোঃ কবির হোসেন,বাঞ্ছারামপুর, কলের খবর :
ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে সিএনজি ও পিকঅাপের মুখোমুখি সংঘর্ষে এক বিদ্ধা মহিলা নিহত হয়েছেন। এ ঘটনায় অারো দুজন অাহত হয়েছেন। অাজ সকাল সাড়ে ১০ টায় উপজেলার অায়ুবপুর এ ঘটনা ঘটে। নিহত অায়েশা অাক্তার (৬০) নবীনগর উপজেলার চত্তনখোলা গ্রামের মুকাদ্দুস মিয়ার স্রী।ক
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি নিজামউদ্দিন জানান, সকালে ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সামনে সিএনজি ও পিকঅাপের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্হলে তার মৃত্যু হয়। অাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্হান্তর করা হয়েছে বলে তিনি জানান।