রবিবার, ০৫ মে ২০২৪, ০৮:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আগুন পুড়ছে সুন্দরবন, নেভানোর আপ্রাণ চেষ্টা। কালের খবর জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক – শিপ্রা রানী দে। কালের খবর জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান তারুণ্যের অহংকার আবিদ হাসান রুবেল। কালের খবর কক্সবাজারে সাইফুল বাহিনীর প্রধান গ্রেপ্তার। কালের খবর তাড়াশে ইরি বোরো ধান কাটা শুরু। কালের খবর কাজ করতে গিয়ে বাড়িতে ফিরলো শ্রমিকের লাশ!। কালের খবর কুষ্টিয়ায় পানি সংকটে খাদ্য উৎপাদনে বিপর্যয়ের শঙ্কা। কালের খবর ডেমরায় ৬৭ নং ওয়ার্ডের মেহনতি মানুষের মাঝে খাবার পানি, স্যালাইন বিতরণ করেন জননেতা তৌফিকুর রহমান শাওন। কালের খবর যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা। কালের খবর সাতক্ষীরায় মহান মে দিবস উপলক্ষে র‍্যালী। কালের খবর
নবীনগরে এক ব্যাবসায়ীকে পরিকল্পিত ভাবে হত্যা করার অভিযোগ। কালের খবর

নবীনগরে এক ব্যাবসায়ীকে পরিকল্পিত ভাবে হত্যা করার অভিযোগ। কালের খবর

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া), কালের খবর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদর বাজারের বিশিষ্ট ব্যাসায়ী মো. তাজুল ইসলাম (৪৫) নামে এক ব্যাবসায়ীকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
সে নবীনগর পৌরএলাকার আলমনগর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে। গতাকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ২ টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, গতকাল বুধবার বিকালে তিনি ব্যাসায়ী কাজের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানা এলাকায় গিয়ে সেখানকার এক ব্যাবসায়ীর দেয়া পান খেয়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পরেন। পরে তাকে শ্বারিরিক ভাবে নির্যাতন ও একটি ব্যাংকের খালি চেকে জোরপূর্বক স্বাক্ষর করানো হয়। পরে রাতে আশুগঞ্জ থেকে তাকে নবীনগর সরকারি হাসপাতালে নিয়ে আসলে তার উপর শ্বারিরিক নির্যাতন ও খালি চেকে স্বাক্ষর রাখার বিষয়ে জানান।পরে রাত দুইটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় নবীনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরন করেন।

এ বিষয়ে খবর পেয়ে নবীনগর থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেন।

নিহতের পরিবারের দাবি তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। গত কয়েক সাপ্তাহ আগে তাকে বাড়ি থেকে আশুগঞ্জ ডেকে নিয়ে নির্যাতন করা হয়েছে। পরে আমরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকায় নিয়ে চিকিৎসা করিয়েছি। এসব বিষয়ের সমাধান করে দিবে বলে বুধবার বিকেলে তাকে আশুগঞ্জ নিয়ে যাওয়া হয়।সেখানে তাকে নির্যাতন সহ খালি চেকে স্বাক্ষর করানো হয়। নিহত তাজু নিজে সেই জবানবন্দি দিয়েছেন আমাদের কাছে। এ বিষয়ে নবীনগর থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। আমরা এ ঘটনার সঠিক বিচার চাই।

নবীনগর থানার ওসি মো. আমিনুর রশীদ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোট হাতে পেলে বলা যাবে এটি হত্যা না অন্য কিছু।

উল্লেখ, তাজুর ইসলাম নবীনগরে ধান-চাল মজুতের ব্যাবসা সহ জায়গাজমি বেচাকেনার সাথে জরিত ছিলো। সে স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। নানান সামাজিক কর্মকান্ডে জরিত থাকায় এলাকায় তিনি অনেক ভালো মানুষ হিসেবেও পরিচিত। তার মৃত্যুর সংবাদের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com