বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন
মিঠু সূত্রধর পলাশ,
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া), কালের খবর :
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ৪নং নাটঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর দিন ব্যাপি উক্ত ইউনিয়নে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নাট ঘর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীনগর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো.খাইরুল আমীন।
অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. সালাউদ্দিন বাবু।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব বাবু রঞ্জন সাহা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল হক, নবীনগর পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের সভাপতি সামস্ আলম, উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম রফিক।
পৌর আওয়ামী লীগের সদদ্য চাঁন বাদশা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটির অন্যতম সদস্য মো. আমীর হোসেন, এনামুল হক রাজীব, পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতা সুমন উদ্দিন, নাটঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি এস আলাম সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাএলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সর্ব সম্মতিক্রমে মোঃ নোওয়াব মোল্লা কে সভাপতি এবং মোঃ রফিকুল ইসলাম রতন কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।