রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৮ অপরাহ্ন
মোঃ কবির হোসেন : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থানীয় হলিচাইল্ড প্রি-ক্যাডেট স্কুলের একযুগ পূর্তি উৎসবে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
শুক্রবার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আনন্দঘন পরিবেশে মধ্য দিয়ে হলিচাল্ডের এই একযুগ পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়। বেলুন উড়িয়ে এই উৎসবের উদ্বোধন করেন দুপ্রক সভাপতি আবু কামাল খন্দকার।
প্রধান ছিলেন হলিচাইল্ডের চেয়ারম্যান মোহাম্মদ আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন হলি চাইল্ডের ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা,ব্যবস্থাপনা পরিচালক ওবায়দুল হক লিটন, মারশেকী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এম মাশরেকী,পরিচালক এ,বি,এম আজিজুর রহমান বেলাল,প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন,চেয়ারম্যান মৌসুমী খায়ের বারী, শিক্ষক সেতারা মাশরেকী, আবদুল মোতালিব, মিল্কী মোহাম্মদ রেজা।
সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক শারমিন সুলতানা। বক্তব্য রাখেন শিক্ষক আমীর খায়ের অন্ত, ফারজানা ইয়াসমিন, আসমা আক্তার বিউটি, ছাত্রী রাবেয়া বশরী, সুলতানা, নাজা হক প্রমূখ ।