শনিবার, ০৪ মে ২০২৪, ০৯:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান তারুণ্যের অহংকার আবিদ হাসান রুবেল। কালের খবর কক্সবাজারে সাইফুল বাহিনীর প্রধান গ্রেপ্তার। কালের খবর তাড়াশে ইরি বোরো ধান কাটা শুরু। কালের খবর কাজ করতে গিয়ে বাড়িতে ফিরলো শ্রমিকের লাশ!। কালের খবর কুষ্টিয়ায় পানি সংকটে খাদ্য উৎপাদনে বিপর্যয়ের শঙ্কা। কালের খবর ডেমরায় ৬৭ নং ওয়ার্ডের মেহনতি মানুষের মাঝে খাবার পানি, স্যালাইন বিতরণ করেন জননেতা তৌফিকুর রহমান শাওন। কালের খবর যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা। কালের খবর সাতক্ষীরায় মহান মে দিবস উপলক্ষে র‍্যালী। কালের খবর সাতক্ষীরার আলীপুরে বিএনপির বহিস্কৃত নেতা আব্দুর রউফ বিজয়ী। কালের খবর উপজেলা নির্বাচনে রায়পুরা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দুলুর প্রার্থীতা ঘোষণা। কালের খবর
মাদারীপুরে খবির হত্যার এক মাসেও গ্রেফতার নেই হুমকিতে নিরাপত্তাহীন বাদী পক্ষ। কালের খবর

মাদারীপুরে খবির হত্যার এক মাসেও গ্রেফতার নেই হুমকিতে নিরাপত্তাহীন বাদী পক্ষ। কালের খবর

মাদারীপুর প্রতিনিধি, কালের খবর :
মাদারীপুরে শিবচর কাঠালবাড়ির বাবু মোল্লারকান্দি গ্রামে বাড়িতে ঢুকে খবির শেখ (৬০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনার প্রায় ১ মাস অতিবাহিত হলেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে। উল্টো মামলার বাদীকে মামলা তুলে নিতে বিভিন্ন সময় নানাভাবে হুমকি দিচ্ছে আসামি পক্ষের লোকজন। এতে নিরাপত্তাহীন অবস্থায় দিন-রাত অতিবাহিত করছেন নিহতের পরিবার। আসামি গ্রেফতারে পুলিশের গাফিলতির অভিযোগ করেছেন নিহত খবির শেখের পরিবার।

তবে পুলিশের দাবি অজ্ঞাতনামা একজনকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের মূল হোতসহ পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।ভূক্তভোগীর পরিবারিক সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে চলতি বছর ১৯ এপ্রিল সন্ধ্যায় শিবচর উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের বাবু মোল্লারকান্দি গ্রামে প্রতিপক্ষের ১০/১২ জনের এক দল দুর্বৃত্ত খবির শেখকে ঘর থেকে টেনে বের করে ঘরের দুয়ারের সামনে ফেলে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ওই দিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় খবির শেখ মারা যান।

হামলায় গুরুতর আহত হন পরিবারের ৪ সদস্য। ঘটনার পর নিহত খবির শেখের ছোট ভাই জসিম শেখ বাদী হয়ে শিবচর থানায় একটি মামলা দায়ের করেন। নিহতের পরিবার হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান।

এদিকে মামলার বাদী জসিম শেখ বলেন, ‘আসামি পক্ষের লোকজন মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন সময় নানাভাবে আমাদের হুমকি দিচ্ছে।

এতে আমরা আতঙ্কে নিরাপত্তাহীন অবস্থায় দিন-রাত অতিবাহিত করছি। ’শিবচর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিরাজ হোসেন বলেন, ‘ঘটনার পর নিহতের ছোট ভাই জসিম শেখ বাদী হয়ে মামলা দায়ের করে। অজ্ঞাতনামা এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। মূল হোতাসহ পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ’

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com