মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০১:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ইপিজেড থানা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে আইন শৃঙ্খলা ও কিশোর গ্যাং প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত। কালের খবর শাহজাদপুরে গাছের সঙ্গে ধাক্কা লেগে উড়ে গেল সি লাইন বাসের ছাদ, ১জন নিহত। কালের খবর সাতক্ষীরার কলারোয়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দ্বিতীয় স্ত্রী ঝর্ণার আত্মহত্যা। কালের খবর রিয়াদে জমকালো আয়োজনে মাই টিভির ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। কালের খবর কুষ্টিয়ায় পানি শুন্য গড়াই , নলকূপ উঠছে না পানি। কালের খবর প্রচন্ড তাপদাহে ফসলের মাঠে মেঘনার কৃষাণীরা! কালের খবর প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ, অনেকটাই ফাঁকা ঢাকার রাজপথ আঙ্গুল ফুলে কলাগাছ : একান্ত সহযোগী রুবেল, অল্প দিনে কোটিপতি ! পর্ব-১। কালের খবর যৌথ বাহিনীর অভিযান: থানচি-রুমা-রোয়াংছড়ি ভ্রমণে বারণ সাতক্ষীরার দেবহাটায় ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি সহ আহত পাঁচ। কালের খবর
মাদারীপুরে খবির হত্যার এক মাসেও গ্রেফতার নেই হুমকিতে নিরাপত্তাহীন বাদী পক্ষ। কালের খবর

মাদারীপুরে খবির হত্যার এক মাসেও গ্রেফতার নেই হুমকিতে নিরাপত্তাহীন বাদী পক্ষ। কালের খবর

মাদারীপুর প্রতিনিধি, কালের খবর :
মাদারীপুরে শিবচর কাঠালবাড়ির বাবু মোল্লারকান্দি গ্রামে বাড়িতে ঢুকে খবির শেখ (৬০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনার প্রায় ১ মাস অতিবাহিত হলেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে। উল্টো মামলার বাদীকে মামলা তুলে নিতে বিভিন্ন সময় নানাভাবে হুমকি দিচ্ছে আসামি পক্ষের লোকজন। এতে নিরাপত্তাহীন অবস্থায় দিন-রাত অতিবাহিত করছেন নিহতের পরিবার। আসামি গ্রেফতারে পুলিশের গাফিলতির অভিযোগ করেছেন নিহত খবির শেখের পরিবার।

তবে পুলিশের দাবি অজ্ঞাতনামা একজনকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের মূল হোতসহ পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।ভূক্তভোগীর পরিবারিক সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে চলতি বছর ১৯ এপ্রিল সন্ধ্যায় শিবচর উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের বাবু মোল্লারকান্দি গ্রামে প্রতিপক্ষের ১০/১২ জনের এক দল দুর্বৃত্ত খবির শেখকে ঘর থেকে টেনে বের করে ঘরের দুয়ারের সামনে ফেলে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ওই দিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় খবির শেখ মারা যান।

হামলায় গুরুতর আহত হন পরিবারের ৪ সদস্য। ঘটনার পর নিহত খবির শেখের ছোট ভাই জসিম শেখ বাদী হয়ে শিবচর থানায় একটি মামলা দায়ের করেন। নিহতের পরিবার হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান।

এদিকে মামলার বাদী জসিম শেখ বলেন, ‘আসামি পক্ষের লোকজন মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন সময় নানাভাবে আমাদের হুমকি দিচ্ছে।

এতে আমরা আতঙ্কে নিরাপত্তাহীন অবস্থায় দিন-রাত অতিবাহিত করছি। ’শিবচর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিরাজ হোসেন বলেন, ‘ঘটনার পর নিহতের ছোট ভাই জসিম শেখ বাদী হয়ে মামলা দায়ের করে। অজ্ঞাতনামা এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। মূল হোতাসহ পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ’

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com