মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১১:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কক্সবাজারে স্পা’র আড়ালে অনৈতিক কর্মকাণ্ড। কালের খবর ডেমরায় পরিবহনে চাঁদা আদায়, গ্রেফতার ৩ চাঁদাবাজ। কালের খবর রেলের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানান যাত্রী কল্যাণ সমিতি। কালের খবর দিনাজপুরে বাঁশ ফুলের চাল তৈরি করে বিস্ময় সৃষ্টি করেছেন সাঞ্জু রায়। কালের খবর প্রবীণ সাংবাদিক জিয়াউল হক জিয়া আর নেই। কালের খবর ছবি তোলার অপরাধে সাংবাদিক গ্রেফতার, অত:পর মুক্তি। কালের খবর মুরাদনগরে তীব্র গরমে একই বিদ্যালয়ের ৭ শিক্ষার্থী অসুস্থ। কালের খবর ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। কালের খবর সাতক্ষীরার আলীপুরে বিএনপির বহিস্কৃত নেতা আব্দুর রউফ বিজয়ী। কালের খবর মুরাদনগরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত। কালের খবর
জেলায় জেলায় গ্রেফতার ও আটক অভিযান

জেলায় জেলায় গ্রেফতার ও আটক অভিযান

কালের খবর :  জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় দেয়াকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার আশঙ্কায় জেলায় জেলায় গ্রেফতার ও আটক অভিযান শুরু করেছে পুলিশ। আটকদের মধ্যে অধিকাংশই বিএনপি নেতাকর্মী।

ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপির ৫৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মানিকগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিএনপির ১১ নেতা-কর্মী আটক হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর মধ্যে দুইজন ইউপি সদস্যও রয়েছেন।

হবিগঞ্জ জেলা জাসদ সভাপতিসহ বিএনপির ২৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা কর্মকর্তা মাহবুব উদ্দিন।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৩৪ জন জামায়ত ও বিএনপি নেতাকর্মীসহ ৬৮ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার ৮টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপ পরিদর্শক মিজানুর রহমান জানান, সদর থানায় ৩০ জন, কলারোয়া থানায় ৭ জন, তালা থানায় ৪ জন, কালিগঞ্জ থানায় ৫ জন, শ্যামনগর থানয় ১১ জন, আশাশুনি থানায় ৪ জন, দেবহাটা থানায় ৩ জন ও পাটকেলঘাটা থানায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

নওগাঁয় বিএনপি-জামায়াতের ৫৫ নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাত থেকে বেলা ১১টা পর্যন্ত জেলার ১১টি উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। এরমধ্যে বিএনপির ৩৪ জন এবং জামায়াতের ২১ জন।

নওগাঁ সদর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শামিম রেজা, মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের বিএনপির সভাপতি আব্দুল মান্নান, রানীনগর উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক ডা. আনজির হোসেন, জামায়াতের ফিরোজ হোসেন ও একডালা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোজাহার আলী রয়েছেন।

ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলাব্যাপী এ অভিযানে গ্রেফতারদের মধ্যে জামায়াত ও বিএনপির ৪৬ জন নেতাকর্মী রয়েছেন।

পুলিশ সুপার মিজানুর রহমান জানান, রাতভর জেলার বিভিন্ন স্থানে নাশকতাবিরোধী অভিযান চালানো হয়। এসময় সদর থেকে ১২টি ককটেলসহ জামায়াত-বিএনপির ১০ জন, শৈলকুপা থেকে ১১ জন বিএনপি, হরিণাকুন্ডু থেকে ৮ বিএনপি-জামায়াত, কালীগঞ্জ থেকে ২ বিএনপি এক জামায়াত, কোটচাঁদপুর থেকে ১০টি ককটেলসহ ৭ জামায়াত ও মহেশপুর থেকে ৭ জামায়াত-বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

লালমনিরহাটের হাতীবান্ধা ও কালীগঞ্জ উপজেলায় ছাত্রদল কর্মীসহ জামায়াত শিবিরের ৪ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার সকালে আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com