মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান সেকেন্দার আলী মনির স্ত্রীর মৃত্যুতে জাতীয় ঐক্য সমন্বয় পরিষদের নেতৃবৃন্দের শোক। কালের খবর পঞ্চগড়ে এলপিজি পাম্প ব্যবসায় একচ্ছত্র আধিপত্য কায়েমে নয়া কৌশল। কালের খবর পার্বত্য চট্টগ্রামে বাঁশবন : পরিবেশ, পানি ও শিল্পের নীরব রক্ষাকবচ। কালের খবর বাঘাইছড়ির মারিশ্যা দিঘিনালা সড়কে পাহাড় ধসে যানচলাচল বন্ধ। কালের খবর ডা. শফিকুর রহমানের অস্ত্রোপচার ঘিরে দেশ-বিদেশে দোয়ার আবেদন। কালের খবর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের উত্তর সাইনবোর্ডে বিএনপির নামে আওয়ামী দোসররা চাঁদাবাজীর পায়তারা করছে। কালের খবর ঢাকাস্থ খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরামের নবগঠিত কমিটির অভিষেক। কালের খবর ঢাকাস্থ খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরাম এর মতবিনিময় ও আলোচনা সভা। কালের খবর মাটিরাঙ্গায় মানসিক স্বাস্থ্য ক্যাম্প। কালের খবর একজন আদর্শ শিক্ষকের সব গুণাবলী নিয়ে আশরাফ উদ্দিন খন্দকার ছিলেন আলোকিত মানুষ গড়ার কারিগর । কালের খবর
শার্শায় ফলের বাজার ২০ বছর ইজারা বহির্ভূত সরকার রাজস্ব হারাচ্ছে বছরে কোটি টাকা। কালের খবর

শার্শায় ফলের বাজার ২০ বছর ইজারা বহির্ভূত সরকার রাজস্ব হারাচ্ছে বছরে কোটি টাকা। কালের খবর

যশোর থেকে মসিয়ার রহমান কাজল,, কালের খবর : যশোরের শার্শার বাগুড়ী বেলতলা বৃপাইকারী ফলের বাজারটি ২০ বছর ধরে ইজারা বহির্ভূত থাকায় বছরে সরকার হারাচ্ছে প্রায় কোটি টাকার রাজস্ব। বাজারের শক্তিশালী সিন্ডিকেট চক্রটি বিভিন্ন ভাবে ফল চাষী ও ব্যবসায়ীদের জিম্মি করে হাতিয়ে নিচ্ছে বিপুল অংকের টাকা। ফলে বাজারটি সংশ্লিষ্ট সরকারী দপ্তর কর্তৃক ইজারার মাধ্যমে রাজস্ব আদায় করার দাবি উঠেছে স্থানীয় জনগণ, ফল চাষী ও ব্যবসায়ীদের।

যশোর জেলার শার্শা উপজেলার কায়বা ইউনিয়নে অবস্থিত বাগুড়ী বেলতলা বাজারে প্রায় ৪৫০০ হেক্টর জমির আম আমদানি হয়। এ আমের বাজার চলে তিন মাস ধরে। এখানে আম কিনতে ঢাকা শরিয়তপুর চাপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার পাইকারী ব্যবসায়ীরা আসে। প্রতিদিন এ বাজার থেকে প্রায় ১/২’শ ট্রাক আম লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে যায় এবং ৩/৪ হাজার লোকের কর্মসংস্থান হয়। ১২০০ হেক্টর জমির কুল ও প্রায় ১০০০ হেক্টর জমির পেয়ারা এ বাজারে আমদানি হয়। কুলের মৌসুমে বাজার চলে তিন মাস এবং এখান থেকে প্রতিদিন ৩০/৪০ ট্রাক কুল যায় দেশের বিভিন্ন অঞ্চলে। পেয়ারা প্রায় সব সময় চলে এবং এছাড়াও লিচুসহ অন্যান্য ফল বেচাকেনা হয় এ বাজারে।

বাজারে ২’শতাধিক বিভিন্ন ধরণের ব্যবসা প্রতিষ্ঠান আছে। অভিযোগ আছে এখানে সিন্ডিকেট চক্রটি হাজারে ১০০ টাকা, ক্যারাট প্রতি ২৫ টাকা লেবার ও ট্রাক প্রতি ৩০০ টাকা কমিশন কাটে চাষী ও ব্যবসায়ীদের নিকট থেকে। আবার ঔষধ স্প্রে বাবদ প্রশাসনের নাম ভাঙ্গিয়েও নেয় টাকা। অস্বীকার করলে চক্রটি ভয়ভীতি দেখায়, নানা হুমকি ধামকিও দেয় সিন্ডিকেট চক্রটি।

বাজারটি আগে ক্ষুদ্র আকারে চালু হলে সরকারের নজর ছিল না এবং এখন তা বিরাট আকারে চললেও সরকারের দৃষ্টি পড়ে নাই। এবাজারে সিন্ডিকেট চক্রটি বিরাট অংকের লেনদেন করে থাকে। বাজারটি সরকার নিয়ন্ত্রণ করলে এখানে পাবলিক সিন্ডিকেট কোন ক্ষতি করতে পারবে না। বাজারটি সরকারি ইজারাভুক্ত হলে সরকার পাবে বিপুল অংকের রাজস্ব আর মুষ্টিমেয় সিন্ডিকেট চক্রের হাত থেকে রক্ষা পাবে চাষী ব্যবসায়ীরা।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা বলেন, বাগআঁচড়া বাজার সংলগ্ন আমাদের প্রত্যেক বছর যে সিজন্যাল আমের হাটটি বসে এ বিষয়ে আমরা স্থানীয় কিছু মানুষের আবেদন পেয়েছি। এটা যদি ইজারা দেওয়া হয় অথবা রাজস্ব আদায় করা হয় সেক্ষেত্রে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আসার একটি সম্ভবনা রয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com