বুধবার, ০১ মে ২০২৪, ১১:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার আলীপুরে বিএনপির বহিস্কৃত নেতা আব্দুর রউফ বিজয়ী। কালের খবর উপজেলা নির্বাচনে রায়পুরা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দুলুর প্রার্থীতা ঘোষণা। কালের খবর কক্সবাজারে স্পা’র আড়ালে অনৈতিক কর্মকাণ্ড। কালের খবর ডেমরায় পরিবহনে চাঁদা আদায়, গ্রেফতার ৩ চাঁদাবাজ। কালের খবর রেলের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানান যাত্রী কল্যাণ সমিতি। কালের খবর দিনাজপুরে বাঁশ ফুলের চাল তৈরি করে বিস্ময় সৃষ্টি করেছেন সাঞ্জু রায়। কালের খবর প্রবীণ সাংবাদিক জিয়াউল হক জিয়া আর নেই। কালের খবর ছবি তোলার অপরাধে সাংবাদিক গ্রেফতার, অত:পর মুক্তি। কালের খবর মুরাদনগরে তীব্র গরমে একই বিদ্যালয়ের ৭ শিক্ষার্থী অসুস্থ। কালের খবর ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। কালের খবর
আনোয়ার হোসেনের “জ্যোৎস্না ছায়ায় ঘাসফুল”কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন। কালের খবর

আনোয়ার হোসেনের “জ্যোৎস্না ছায়ায় ঘাসফুল”কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন। কালের খবর

মো: গোলাম মোস্তফা ,নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি, কালের খবর  :

ময়মনসিংহের নান্দাইল উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আনোয়ার হোসেন মিল্টন রচিত প্রথম কাব্যগ্রন্থ “জ্যোৎস্না ছায়ায় ঘাসফুল” এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার ১৬ জানুয়ারি বিকেল ৪টায় নান্দাইল উপজেলা হলরুম মিলনায়তনে কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ উদ্দিন এর সভাপতিত্বে এবং সাংবাদিক অরবিন্দ পাল অখিলের সঞ্চনালয় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল।

অনুষ্টানে আরো উপস্হিত ছিলেন কবি সোহরাব পাশা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রোকন উদ্দীন আহম্মেদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুলতান আহমেদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমিনুল ইসলাম আঞ্জু,সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন উজ্জ্বল, সাংবাদিক মোঃ এনামুল হক বাবুল প্রমুখ।

অনুষ্ঠানে মূখ্য আলোচক কবি অধ্যাপক সোহরাব পাশা এ কাব্যগ্রন্থের উপর আলোকপাত করেন। তিনি বলেন, আনোয়ার হোসেন মিল্টন এর প্রথম কাব্যগ্রন্থ হিসেবে প্রশংসার দাবিদার। কারণ তিনি গ্রন্থটি রচনা করেছেন অত্যন্ত সহজ ও শ্রুতিমধুর ভাষায়।এটি যেকোনো পাঠক পড়ে কবিতাগুলোর প্রেমে পড়ে যাবে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে নান্দাইল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, লেখক, কবি, সাহিত্যিক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com