রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৪১ অপরাহ্ন
কালের খবর : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় চার কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে বৈদ্যের বাজার ইউনিয়নের আনন্দবাজার এলাকা থেকে কারেন্ট জালগুলো উদ্ধার করা হয়।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীনুর ইসলামের নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএম রুহুল আমিন রিমন ও মৎস্য কর্মকর্তা মাহমুদা আকতার আনন্দবাজার কারেন্ট জালের দোকানে অভিযান চালায়।
মো. গোলজারের দুইটি দোকান থেকে ৪০ বস্তা, কবিরের দোকান থেকে ৫ বস্তা ও মোহাম্মদ হোসেনের দোকান থেকে ১০ বস্তাসহ চার কোটি টাকার মোট ৫৫ বস্তা অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে। যার বাজারমূল্য প্রায় চার কোটি টাকা। অভিযান চলাকালে দোকানিরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করতে পারেনি।
নারায়ণগঞ্জের কোসগার্ডের ইনচার্জ এনায়েত উল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রমমাণ আদালত পরিচালনাকারীদের সহায়তা করেন।