ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক নয়া দিগন্ত পত্রিকা ও বিজয় টিভির প্রতিনিধি জালাল উদ্দিন মনির ও সাধারণ সম্পাদক পদে মোহনা টেলিভিশনের প্রতিনিধি সাইদুল আলম সোরাফ নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার দুপুর নবীনগর প্রেস ক্লাবে ভোটগ্রহণ শেষে এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের রির্টানিং কর্মকর্তা একরামুল ছিদ্দিক। আগামী দুই বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।
এ ছাড়া সিনিয়র সহসভাপতি পদে তাজুল ইসলাম চৌধুরী (দৈনিক বাংলাদেশের আলো), সহসাধারণ সম্পাদক পদে গোলাম মোস্তফা (দৈনিক যায়যায়দিন) তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মোহাম্মদ মশিউর রহমান (আনন্দ টিভি) নির্বাচিত হয়েছেন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থ সম্পাদক পদে মনিরুল ইসলাম বাবু, সাহিত্য সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক পদে কামরুল ইসলাম, দফতর ও আপ্যায়ন সম্পাদক পদে সেলিম রেজা, কার্যনির্বাহী সদস্য পদে মনির হোসেন ও আব্দুল হাদি নির্বাচিত হয়েছেন।