করোনাভাইরাস প্রতিরোধে একজন সম্মুখযোদ্ধা হিসেবে পেশাগত দায়িত্বের পাশাপাশি মানবিকতা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন স্বাগতা ভট্টাচার্য্য মৌ। পুলিশ ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করে প্রথমে ঢাকায় সিআইডিতে দায়িত্ব পালন করেন। ছয় মাস আগে ময়মনসিংহের ত্রিশাল সার্কেলে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগ দেন। তখন থেকেই নারীবান্ধব কর্মকর্তা হিসেবে এবং করোনা প্রতিরোধে একজন সম্মুখযোদ্ধা হিসেবে সফলতা দেখিয়েছেন। লকডাউন চলাকালীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দায়িত্ব পালনকালে নিজের গাড়ি দিয়ে প্রসূতি মাকে হাসপাতালে পৌঁছে দেওয়া, সাধারণ মানুষের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, বেদেপল্লী, নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্য সহায়তা, রিকশা-ভ্যানচালকদের নগদ অর্থ দিংে বাড়িতে অবস্থান করার উদ্যোগ নেওয়াসহ নানা কাজে প্রসংশা কুড়িয়েছেন। অসহায় হতদরিদ্রদের মাঝে ত্রাণ পৌঁছে দিতে তাঁর অবিরাম ছুটে চলা, মানুষের মাঝে সচেতনতা তৈরিতে সকাল থেকে মধ্যরাত অবধি উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাওয়া যেন নিত্যদিনের ঘটনা। ময়মনসিংহ রেঞ্জে যোগদানের পর নারী জাগরণে কাজ করতে গিয়ে ব্যাপক সাড়া জাগিয়েছেন তিনি। লেডিস রানিং গ্রুপ নামে একটি সংগঠন গড়ে তুলে ময়মনসিংহের সব বয়সী নারীদের ব্যায়াম ও শরীরচর্চার প্রশিক্ষণ দিচ্ছেন। নারীদের নিরাপত্তা নিশ্চিতে শহরের বিভিন্ন স্থানে ক্যাম্পেইন ও সচেতনতার জন্য কাজ করছেন।