সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন
তাড়াইল ( কিশোরগঞ্জ ) থেকে ওয়াসিম উদ্দিন সোহাগ, কালের খবর ঃ তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্দ্যেগে, ” আমি আছি আমি থাকবো-ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে” এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে বিশ্ব ক্যান্সার দিবস-২০২০ পালন করা হয়েছে।জানা যায়, ৪ জানুয়ারি সকাল ১১ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ আলমাস হোসেন এর সভাপতিত্বে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে একটি র্যালি সদরের বিভিন্ন পয়েন্টে প্রদক্ষিণ করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এসে মিলিত হয়। পরে হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুর রউফ তালুকদারের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় ক্যান্সার কি? কিভাবে শরীরে বাসা বাঁধে? এবং প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কে বক্তাগণ বিস্তারিত আলোচনা করেন। এ বিষয়ে বক্তব্য রাখেন- ডা. বদরুল হাসান (আবাসিক মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাড়াইল) ডা. এস,এম ফিরোজ মিঞা ( শিশু অভিজ্ঞ ) ডা.সাখাওয়াত হোসেন। ডা. পলাশ চন্দ্র দাস প্রমূখ। এসময় স্বাস্থ্য বিভাগের সকল স্বাস্থ্যকর্মীসহ এলাকার সূধীজন উপস্থিত ছিলেন।