রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:৪০ অপরাহ্ন
শিক্ষার্থী বহিষ্কার এবং অকথ্য ভাষায় গালাগাল করায় আলোচনায় রয়েছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভিসি খোন্দকার নাসির উদ্দিন। ফলে শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে অনশন করেই যাচ্ছেন। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনকে কটূক্তি করে আবারও বিতর্ক সৃষ্টি করেছেন তিনি।
গতকাল মঙ্গলবার একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন।
আন্দোলনের জন্য সাংবাদিকদের দায়ী করে ভিসি বলেন, ‘সাংবাদিকরা বলে দিচ্ছেন- এভাবে দাঁড়াও, ওভাবে নাচ। সংবাদ কাভার (প্রচার) বন্ধ রাখেন, দুই ঘণ্টায় সমাধান হয়ে যাবে।’
তিনি আরো বলেন, ‘ভিসির অপসারণের জন্য আপনারা দাবি করতে পারেন, মানববন্ধন করতে পারেন। কিন্তু আড়াই কোটি টাকার ভুল তথ্য পেপারে দিয়ে ভিসি তাড়াতে হবে এটা তো ঠিক না।’
সাংবাদিকদের উদ্দেশে ভিসি বলেন, ‘আমি সাংবাদিক ভাইদের বললাম, আপনারা আমার সঙ্গে বসেন। সমাধান ৫ মিনিটে। আপনারা এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। কিন্তু আপনারা আমাদের কথাগুলো লিখছেন না।’