রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:০৫ অপরাহ্ন
কালের খবর নিউজ:
শনিবার বিকেল ৩টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর বটতলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের হেলপার শাহিনুর রহমান (৩০) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১৫ জন।নিহত শাহিনুরের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।
জানাগেছে, শনিবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর বটতলা নামক স্থানে শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও মজুমদার পেট্রোলিয়ামের একটি তেলবাহী লরি আসছিল। এসময় বাসটি ওভারটেক করতে গিয়ে তেলবাহী লরির পেছনে ধাক্কা দেয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই বাসের হেলপার নিহত হন।
বাসের যাত্রী লাভলী খাতুন জানান, একটি তেলবাহি টেংক লরী যশোর থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। এসময় যশোর থেকে কালীগঞ্জগামী শাপলা পরিবহনের যাত্রীবাহী বাসটি দ্রুতগতিতে অতিক্রম করার সময় তেলবাহি লরির পেছনে ধাক্কা মারে। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে লরি ও বাস রাস্তার দু’পাশে পড়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।এ দুর্ঘটনায় যাত্রিবাহী বাসের ১৬ যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে। গুরুতর অবস্থায় গাড়ির হেলপারকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।