বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:০৩ পূর্বাহ্ন
কালের খবর ডেস্ক :
ইঞ্জিনিয়ার আতিকুর রহমান রোববার যমুনা ব্যাংকের ৩৪৬তম বোর্ড সভায় সর্ব সম্মতিক্রমে ব্যাংকটির চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন।
তিনি নির্মাণ সংস্থা দি সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের মাধ্যমে ব্যবসায়িক জগতে সাফল্য অর্জন করেন। পরবর্তী সময়ে ব্যবসা সম্প্রসারণের জন্য তৈরি পোশাক শিল্প ব্যবসা শুরু করেন। বর্তমানে তিনি স্ট্যান্ডার্ড গ্রুপের চেয়ারম্যান, সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোক্তা পরিচালক। সংবাদ বিজ্ঞপ্তি।