রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৭ পূর্বাহ্ন
কালের খবর প্রতিবেদক :
দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশের (আইসিএমএবি) নতুন সভাপতি এম. আবুল কালাম মজুমদার এবং আবদুর রহমান খান সচিব নির্বাচিত হয়েছেন।
সোমবার কাউন্সিল সভায় নতুন পর্ষদ নির্বাচিত হয় বলে আইসিএমএবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আরিফ খান ও জামাল আহমেদ চৌধুরী সহ-সভাপতি, অধ্যাপক ড. স্বপন কুমার বালা কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
এম. আবুল কালাম মজুমদার ২০০০ সালে আইসিএমএবি’র সভাপতি ছিলেন। এছাড়া তিনি ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
আরিফ খান আইডিএলসি ফাইনান্স লিমিটেডের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার ছিলেন।
জামাল আহমেদ চৌধুরী বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নির্বাহী পরিচালক (হিসাব ও অর্থ) পদে কর্মরত আছেন।
নতুন কমিটির নবনির্বাচিত সচিব আবদুর রহমান খান বর্তমানে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে উপ-সচিব পদে কর্মরত।
এছাড়া অধ্যাপক ড. স্বপন কুমার বালা বর্তমানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার হিসেবে কর্মরত।
তিনি পূর্বে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।