বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:১৮ পূর্বাহ্ন
মোঃ সজীব মিয়া (ঘাটাইল প্রতিনিধি) কালের খবর :
টাইলের ঘাটাইলে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করা হয় ঘাটাইল উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- ঘাটাইল জিবিজি সরকারি কলেজ ছাত্র-সংসদের সহ-সভাপতি (ভিপি) ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং ঘাটাইল উপজেলা শাখার আহ্বায়ক মোঃ আবু সাইদ রুবেল। ২০ ফেব্রুয়ারি বিকেল ৫ টায় মোঃ আবু সাইদ রুবেলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
১৯৮৯ সালে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র পৃষ্ঠপোষকতা ও প্রত্যক্ষ দিকনির্দেশনায় এটি প্রতিষ্ঠিত হয়।
উক্ত আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ঘাটাইল উপজেলা ও ইউনিয়ন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সকল নেতৃবৃন্দ। এসময় মোঃ আবু সাইদ রুবেল বিভিন্ন দিক-নির্দেশনা দিয়েছেন।
দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ভিপি রুবেল।