সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১২:২৫ অপরাহ্ন
রেজাউল করিম গাজী নরসিংদী প্রতিনিধি, কালের খবর : নরসিংদী-৩ ( শিবপুর) আসনের কুন্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নৌকা প্রতীকের এজেন্ট মিলন মিয়া (৪০) নামের একজন নিহত হয়েছেন। তিনি বাঘার ইউনিয়নের কুন্দারপাড়া গ্রামে হজরত আলী পুত্র। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। আজ (রোববার) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই আসনে নৌকা প্রতীকের প্রার্থী জহিরুল হক ভূঁইয়া মোহন বেলা ১১টার দিকে কুন্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে যান। এ সময় তার কর্মীরা ব্যালট নিয়ে নৌকা প্রতীকে সিল মারতে থাকেন। এনিয়ে ওই আসনে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লাও ওই কেন্দ্র পরিদর্শন করতে যান। এক পর্যায়ে নৌকার কর্মীরা স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লাকে কেন্দ্রের একটি কক্ষে আটকে রাখেন। তখন দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে দেয়। দুই পক্ষ চলে যাওয়ার পরপরই এজেন্ট নিহত হওয়ার ঘটনা ঘটে। এনিয়ে কুন্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র প্রায় ২ ঘন্টা ভোট গ্রহণ স্থগিত থাকে বলে কেন্দ্র প্রিজাইডিং অফিসার মো. মাহাবুব মৃধা জানান।