সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ অপরাহ্ন
এম আই ফারুক আহমেদ, কালের খবর :
জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অধিকাংশ পদে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থক ‘মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের’ প্রার্থীরা। সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম।
সাধারণ সম্পাদক পুননির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের ফরিদা ইয়াসমিন। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে এক টানা বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। প্রধান নির্বাচন কমিশনার মো. শাহ আলমগীর রাতে ফল ঘোষণা করেন।
বরাবরের মতো এবারও ‘মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম’ নামে আওয়ামী লীগ সমর্থকরা এবং বিএনপি-জামায়াত সমর্থিতরা ‘জাতীয়তাবাদী ফোরাম’ নামে দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি, সম্পাদক ছাড়াও ১৭ সদস্যের এই কমিটির সবকয়টি কর্মকর্তার পদসহ ১৩টি পদে জয় পেয়েছে সাইফুল-ফরিদা প্যানেল। জাতীয়তাবাদী ফোরামের ‘শওকত মাহমুদ-ইলিয়াস খান’ প্যানেল পেয়েছে ৩টি সদস্য পদ।
সভাপতি পদে সাইফুল ইসলাম পেয়েছেন ৬২১ ভোট আর প্রতিদ্বন্দ্বী শওকত মাহমুদ পেয়েছেন ৪৩১ ভোট। সাধারণ সম্পদক পদে ফরিদা ইয়াসমিন পেয়েছেন ৫৬৯ ভোট আর প্রতিদ্বন্দ্বী ইলিয়াস খান পেয়েছেন ৪০৬ ভোট।
নির্বাচিত কর্মকর্তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি বাসসের ওমর ফারুক, সহ-সভাপতি বাংলাদেশের খবরের আজিজুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সমকালের শাহেদ চৌধুরী ও ইত্তেফাকের মাইনুল আলম, কোষাধ্যক্ষ ভোরের কাগজের শ্যামল দত্ত।
সদস্য পদে নির্বাচিতরা হলেন- আনন্দবাজার পত্রিকার কুদ্দুস আফ্রাদ, মাছরাঙ্গা টেলিভিশনের রেজোয়ানুল হক রাজা, ইত্তেফাকের শামসুদ্দিন আহমেদ চারু, অবজারভারের শাহনাজ বেগম, চ্যানেল আইয়ের কল্যাণ সাহা, আমার দেশের সৈয়দ আবদাল আহমেদ, নিউএজের সানাউল হক, সিনিয়র সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক (স্বতন্ত্র), হাসান আরেফিন ও বখতিয়ার রানা।