রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:০৬ অপরাহ্ন
কালের খবর প্রতিবেদক :
হিজড়াদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে বাংলাদেশের উত্তরণ ফাউন্ডেশন। হিজড়াদের জীবনমান উন্নয়নে এবার নতুন কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। এ লক্ষ্যে ভারতের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব-এর সংস্থা হাবিব ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে তারা। গতকাল জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এই চুক্তি স্বাক্ষর হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব, উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ডিআইজি হাবিবুর রহমান, উত্তরণ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক কামরুল হাসান শায়ক, পরিচালক ও পুলিশ সদর দপ্তরের এআইজি বিধান ত্রিপুরা, উত্তরণ ফাউন্ডেশনের সমন্বয়কারী মাহবুব হাসান। অনুষ্ঠানে হিজড়াদের জীবনমান উন্নয়নে রাজনৈতিক দলগুলোর প্রতি কিছু সুপারিশনামাও তুলে ধরা হয়।