শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৩:৩২ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি, কালের খবর : সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার প্রাচীনতম সাচনা বাজার । উক্ত বাজার হইতে মাত্র ২/৩ মাস পূর্বে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শামীম আল ইমরান এর নির্দেশনায় সাচনা বাজারের রাস্তা হইতে ফুটপাতের সকল দোকানদারকে মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ করে দেন । পরবর্তীতে রাস্তার মাঝখান দিয়ে দুই ভাগ করে লোহার ভেরিবাধ দিয়ে ভাগ করে রাস্তা দিয়ে সাধারন জনগন সহ গাড়ী চলাচলের উপযোগী করে তোলা হয় । কিছুদিন যেতে না যেতেই ফুটপাতের সকল দোকান নিয়ে রাস্তার দুপার্শে বসতে থাকে । এতে করে আবার সাধারন জনগন ও বিদ্যালয়ে আসা যাওয়া করা ছাত্র ছাত্রী চলা চল করা বাধা সৃষ্টি হইতেছে এবং গাড়ী চলাচল করতে পারছে না । দোকানদারদের আলাপ চারিতায় জানা যায় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শামীম আল ইমরান চলে গেলেই পুনরায় তাহারা চালি ঘর করে আবার দোকান দেয়া শুরু করবে । এব্যাপারে সাধারন জনগন খুবই উদবিঘ্ন । সম্পূর্ন রাস্তা হইতে বর্তমানে পরিচালিত দোকান গুলো উঠিয়ে দেয়ার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।